অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- আগে ছিল স্বচ্ছ ভারত ,এবার ডাক দিলেন প্লাস্টিক মুক্ত ভারত গড়ার ডাক। মোদিজী মূল সমস্যা এখন এটাই ,তাই ভারতের দিবসে মূল সমস্যা গুলিকে উহ্য রেখেই দিলেন। এর আগে স্বচ্ছ ভারত গড়ার ডাক দিয়েছিলেন। আর এবার পরিবেশ বাঁচাতে ও নিকাশি ব্যবস্থাকে বাধামুক্ত করতে প্লাস্টিকমুক্ত ভারত গড়ার ডাক দিলেন নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আহ্বান, গান্ধীজীর সার্ধশতবর্ষে 2 অক্টোবর থেকে শুরু হোক প্লাস্টিকমুক্ত দেশ গড়ার অভিযান। পরিবেশ ও নিকাশি ব্যবস্থাকে বাঁচাতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার কাজকে সামাজিক আন্দোলনে পরিণত করার কথা বলেন মোদি। এজন্য দোকানিদের বিকল্প কাপড় ও পাটজাত ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন। দেশের স্টার্ট আপ সংস্থাগুলিকে প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করার উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী মোদি।