সংখ্যাগুরু ও সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের ধর্মগুরুদের সমান ভাতা, সম্মান ও স্বীকৃতি দেওয়ার আবেদন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামানের

Spread the love

 

অয়ন বাংলা :-   সংখ্যাগুরু ও সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের ধর্মগুরুদের সমান ভাতা, সম্মান ও স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়ে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এক চিঠি লেখেন !

বিষয় : সংখ্যাগুরু ও সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের ধর্মগুরুদের সমান ভাতা, সম্মান ও স্বীকৃতি দেওয়ার আবেদন।

মাননীয়া মহাশয়,
আপনি সরকারি তহবিল থেকে হিন্দু ধর্মের পুরোহিতদের মাসিক এক হাজার টাকা ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, সেজন্য আমরা আপনাকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি।

একইসঙ্গে ইসলাম ধর্মের মসজিদের ইমাম, খ্রিস্টান ধর্মের গির্জার ফাদার, বৌদ্ধ মন্দিরের ভিক্ষু, শিখ ধর্মের গুরুদুয়ারার প্রধান পরিচালককেও সরকারি তহবিল থেকে মাসিক এক হাজার টাকা ভাতা ও আবাস যোজনা থেকে বাড়ির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

সংখ্যাগুরু সম্প্রদায়ের পুরোহিতরা এই সুযোগ পেলে সংখ্যালঘু সম্প্রদায়ের ইমাম, ফাদার, ভিক্ষুও পাওয়ার ন্যায্য দাবীদার, আশা করি এ বিষয়ে আপনি সহমত হবেন।

মুসলমানদের কল্যাণে মুসলমানদের নিজস্ব দান করা সম্পত্তি ওয়াকফ বোর্ডের তহবিল থেকে মসজিদের ইমামরা যে ভাতা পান তার সঙ্গে সরকারি তহবিল থেকে এক হাজার টাকা ও আবাস যোজনার ঘর পেলে আমরা খুশি হবো।

অতএব মহাশয়া, আশা করি আপনি সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবী বিবেচনা করে সংখ্যাগুরু ও সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের ধর্মগুরুদের সমান ভাতা, সম্মান ও স্বীকৃতি দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.