প্রকাশিত হল মইনুল হাসানের গবেষণামূলক গ্রন্থ `একটি মিষ্টি প্রেমের গল্প কাজী নজরুল ইসলাম ও ফজিলতুন্নেসা’
ফারুক আহমেদ: ইতিমধ্যে সম্পাদনা সহ পঞ্চাশেরও অধিক গ্রন্থের রচয়িতা তিনি। তাঁর মনন ও মেধা সমৃদ্ধ করেছে সমাজ, রাজনীতি ও সাহিত্যের বিচিত্র প্রাঙ্গন। এই বহুমাত্রিক লেখকটি হলেন ড. মইনুল হাসান। চিরকালই তাঁর ভাবনার জগৎটি একটু অন্যরকম। তিনি ব্যতিক্রমী পথের পথিক। তারই একটি নমুনা তাঁর সদ্য রচিত গ্রন্থ–‘একটি মিষ্টি প্রেমের গল্প কাজী নজরুল ইসলাম ও ফজিলতুন্নেসা।’ এই নতুন বইটির উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণ হল বহরমপুরের পালকি অনুষ্ঠান বাড়িতে।শনিবার ১৮ মে ২০২৪ মূল্যবান এই গবেষণামূলক গ্রন্থটি উদ্বোধন করেন অধ্যাপক ড. শামসুজ্জামান আহমেদ, অধ্যাপক মৃণালকান্তি চক্রবর্তী ও অধ্যাপক শক্তিনাথ ঝা। এই অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ছয়জন কবি তাদের নিজের লেখা কবিতা পাঠ করেন। কাজী নজরুল ইসলামের নাতি দিপু কাজী নজরুলের কবিতা আবৃত্তি করে শোনান। তাঁর কবিতা আবৃত্তি সকলকেই মুগ্ধ করে। সুচারু ভাবে ছিমছাম এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমনা সেনগুপ্ত। এদিন অতিথিরা বক্তব্য রাখার সময়ে ড. মইনুল হাসানকে সাধুবাদ জানান কাজী নজরুল ইসলামকে নিয়ে দুটি গবেষণা গ্রন্থ লেখার জন্য। ইতিপূর্বেই প্রকাশ হয়েছে কাজী নজরুল ইসলাম-এর ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে ড. হাসানের বই। বাঙালির ঘরে ঘরে কাজী নজরুল ইসলাম চর্চা চলতে থাক। ড. হাসানের বই সমাদৃত হবে পাঠক দরবারে এই আশা ব্যক্ত করেন উদ্বোধক অতিথিরা। সমগ্র অনুষ্ঠান পরিকল্পিত আয়োজন সার্বিক সার্থকতা পেলো অধ্যাপক রাজন গঙ্গোপাধ্যায়ের প্রচেষ্টায়।