কান্দীতে অনুষ্ঠিত হল পূর্বভাষ সাহিত্য গোষ্ঠীর মাসিক সাহিত্য আড্ডা
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে থেকে বাংলা প্রায় জেলায় অনুষ্ঠিত হয়ে চলেছে পূর্বাভাষ ভ্রাম্যমান সাহিত্য আড্ডা।কবি সাহিত্যিক বুদ্ধিজীবি সচেতন ব্যাক্তিগণের উপস্থিতি এই আড্ডাগুলিকে সুন্দর করে তোলে। সাড়ে তিনসো মাস এই আাড্ডা অতিক্রম করলো। আজ 365 তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হল।
এই মাসের আড্ডা অনুষ্ঠিত মুর্শিদাবাদ জেলার কান্দী এলাকার পার্ব্বতীপুর গ্রামে ,সদ্য প্রয়াত “বৈশাখী ” পত্রিকাে সম্পাদক আজিজুল ইসলামের এই আড্ডা কে উৎসর্গ করা হয়।
উপস্থিত প্রায় প্রত্যেকেই আজিজুল ইসলামের স্মরণে কিছু বক্তব্য রাখেন।
এই সভার সভাপতি দায়িত্ব পালন করেন ড.সূযেন্দু দে প্রধান অতিথি হিষাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক নাজির হোসেন সাহেব ।এলাকার আরোও এক অবসরপ্রাপ্ত ব্যাক্তি আনসার সাহেব ও উপস্থিত ছিলেন।
গোটা সভাটা পরিচালনা করেন পূর্বাভাষ পত্রিকার কর্ণধার আবুল কালাম সাহেব।
কবি রুদ্রদেব চক্রর্বতী কবি সুব্রত পাল কবি বুদ্ধদেব দাস ,তপন পরমানন্দ ,কবি মিজানুর রহমান,ও জিয়াউর সেখ লক্ষী চক্রর্বতী বাদল সুত্রধর প্রত্যেকই আবেগঘণ কন্ঠে সকলের প্রিয় কবি সম্পাদক আজিজুল ইসলামের স্মরণে তাঁদের স্মৃতিপট থেকে বক্তব্য তুলে ধরেন ও কবিতা পাঠ ও করেন। এছাড়াও মতিউর রহমান ও আবুল কালাম সাহেব খুব আবেঘণ কন্ঠে আজিজুল স্যারের বিষয়ে কথা বলেন ও উনার আত্মার শান্তি কামনা করেন।
এক সবার্ঙ্গীণ সুন্দর অনুষ্ঠান আবেগ ঘণ মূর্হূতে শেষ হয়