মাদার আর্থ ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসূচি
পরিমল কর্মকার (কলকাতা): মাদার আর্থ ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (২৮ জুন) প্রিয়া সিনেমার সামনে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে বৃক্ষ রোপন করেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমার। এর আগের রবিবার দিনও (২১ জুন) বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছিল এই সংগঠন। এই দু’দিনে ৮৫ নম্বর ওয়ার্ডে রোপণ করা হয়েছে মোট ২৭ টি গাছের চারা। যার মধ্যে রয়েছে ৯ টি পলাশ গাছের চারা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৫০ টি পলাশ গাছের চারা রোপণ করার পরিকল্পনা রয়েছে মাদার আর্থ ফাউন্ডেশনের। উল্লেখ্য, এবছরই খুব শীঘ্রই মোহরকুঞ্জে ১০ টি পলাশ গাছের চারা রোপণ করার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে অরূপ ভট্টাচার্য জানান, “গত তিন বছরে মোহরকুঞ্জে আমাদের রোপিত পলাশ গাছের সংখ্যা ২৬, ইতিমধ্যেই ওই গাছগুলি সযত্নে বেড়ে উঠছে। কোনও কোনও গাছ এখন ১০ ফুট অবধি বেড়ে উঠেছে। আসলে পলাশ গাছ অত্যন্ত ধীর গতিতে বেড়ে ওঠা গাছ। এই গাছে প্রথম ফুল আসতেই লেগে যায় ৮ থেকে ১০ বছর। এর আয়ুস্কাল ২০০ বছরেরও বেশি।”
প্রসঙ্গত :দিলীপ চক্রবর্তী, গোপাল ভট্টাচার্য, রেনু পান্ডে, অরূপ ভট্টাচার্য প্রমুখের তত্ত্বাবধানে বৃক্ষ রোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।