সরকার স্বীকৃত ২৩৫ আন এডেড মাদ্রাসার দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামতে চলেছে শিক্ষকরা

Spread the love

সরকার স্বীকৃত ২৩৫ আন এড়েড় মাদ্রাসার দাবিদাওয়া নিয়ে শহীদ মিনারে বিশাল জমায়েতের প্রস্তুতি সভা

মিয়াদাদ হোসেন,অয়ন বাংলা কোলকাতা:-বহু বঞ্চনা ও বহু প্রতিক্ষায় পর রাজ‍্য সরকার স্বীকৃত ২৩৫ টি আন এড়েড় মাদ্রাসার ২৫০জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকমীদে মাসিক বেতনে দাবিতে রাস্তায় নামতে চলছেন।
প্রস্তুতি সভা আগামী তারিখ ইংরেজী ২২,০৭,২০১৯ সোমবার সময় দুপুর ১২টায় ।মৌলালি যুব কেন্দ্রে বিপরীতে ড়েন্টাল হসপিটালে পাশে গলি ।ঐ দিন সকলের উপস্থিত একান্ত ভাবে কামনা করছেন ।বিশিষ্ট সমাজ সেবি ও শিক্ষক ফারুক আব্দুল্লাহ ।তিনি বলছেন ,এই মূহুর্তে আমরা পূথক ভাবে সংগঠন করতে চাইলে ,আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে ।আমাদের সাথে পশ্চিমবঙ্গের দুই তূতীয়াংশ শিক্ষক-শিক্ষিকা আছেন আমরা এখন নূন্যতম মাসিক বেতনের দাবিতে সরকারের সাথে আলোচনা বসতে চায় ।

আমাদের দাবিদাওয়া পূরণ না হলে গনতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের করবো ।ঐ আন্দোলন সফল করার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন ,ফারুক আব্দুল্লাহ,মো:ইকবাল হোসেন, আসাদুজ্জামান, জাভেদ মিয়াদাদ, ফরমান আলি করিম মোল্লা, আনোয়ার হোসেন, পলাশ, সাদিয়ার আলি ।,মজিদুল ইসলাম, মাসুদ করিম, মজিদুল হক,মোকসেদুল হক ও আরো অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.