লাউডস্পিকারে আজান বন্ধের দাবিতে হাইকোর্টে পিটিশন জমা সাংসদ অর্জুন সিংয়ের
ওয়েব ডেস্ক – রাজ্য বিজেপি নেতা লাউডস্পিকারে আজান বন্ধ করার দাবিতে হাইকোর্টে পিটিশন জমা দিল বিজেপি সাংসদ অর্জুন সিং।তৃনমূল কংগ্রেস ত্যাগ অর্জুন সিং বিজেপিতে জয়েন করার পর থেকেই হিন্দুত্বকে হাতিয়ার করে মুসলিম সমাজর প্রতি ঘৃন্য মানসিকতা বার বার পোষন করেছে৷কখন বলছেন মুসলিমরা করোনা ছড়াচ্ছে,আবার কখন তেলিনিপাড়া সাম্প্রদায়িক সংঘর্ষের সময় সেখানে গিয়ে উপস্থিত। আবার একটার পর একটা ভাটপাড়ার সংঘর্ষ এর মূল হোতা এই অর্জূন সিং।
এবার আরও একবার মুসলিমদের ভাবাবেগে আঘাত দিয়ে হাইকোর্টে পিটিশন জমা দিল ভাটপাড়ার এই সাংসদ। সাংসদ তার ভেরিফাইয়েড ফেসবুক পেজে নিজেই এই কথা জানিয়েছেন।তিনি লিখেছেন আজানের সময় লাউডস্পিকার আর এমপ্লিফায়ের ব্যবহারের উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আমি আজ মহামান্য কলকাতা হাই কোর্টে একটি পিটিশন জমা দিলাম।
গোটা দেশ যখন করোনা ভয়ে আতঙ্কিত তখন এই সাংসদ আরও একবার হিন্দ-মুসলিম করতে ব্যাস্ত বলে অভিযোগ তুলছেন সচেতন নারিকদের একাংশ,পাশাপাশি সাংসদের মানসিক সুস্থতাও কামনা করেছেন তারা।
আজ করোনা আমফান নিয়ে রাজ্য সহ দেশ যখন বিপর্যস্ত তখন নিকৃষ্ট রাজনীতি করছে বিজেপি সাংসদ অর্জুন সিং।