বিউজ ডেস্ক,অয়ন বাংলা:- উত্তর চব্বিশ পরগনা: একে একে সবাই ঘরে ফিরে আসছেন। যারা বিজেপিতে চলে গিয়েছিলেন তারা সবাই একজন করে ফিরে আসছেন। লাইনে রয়েছেন বাকিরাও। তৃণমূল কংগ্রেস ছাড়া কোন গতি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোন গতি নেই। আগেও মমতা, মাঝেও মমতা, পিছনেও মমতা। ঘরে ফিরে আসার জন্য এখন লাইনে আছেন মুকুল রায়, অর্জুন সিং সহ অনেকেই। তারা তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চাইলেও দল তাদের নেবে কি নেবে না সেটা দল বিবেচনা করবে। নিজের বিধানসভা এলাকা হাবড়ায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন তৃণমূল নেতা তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন কটাক্ষ করে তিনি আরও বলেন, অর্জুন সিং, মুকুল রায়ের বাড়ির পাশে লেখা হয়েছে “আর একবার ডাকিলেই যাই।”
এদিন এনআরসি প্রসঙ্গে তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে একবিন্দু রক্ত থাকতে বাংলায় কোনভাবে এন আর সি চালু করতে দেওয়া হবেনা। নোটবাতিলের সময় অনেক মানুষ মারা গিয়েছেন,সেই রকম ভাবেই এন আর সির আতঙ্কে অনেকেই মারা যাচ্ছেন। তবে এইসব অসহায় মানুষের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন,আছেন এবং থাকবেন। সম্প্রতি হাবড়াতে এন আর সির বিরুদ্ধে তৃনমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে এসে এই কথাই বললেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।