Breaking News
বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি হলেন মুকুল রায়
পরিমল কর্মকার (কলকাতা) : অনেকদিন ধরেই রাজ্য বিজেপি’র অন্দরমহল ও রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছিল মুকুল রায়কে নাকি কেন্দ্রীয় মন্ত্রী করা হচ্ছে। বেশ কয়েকবার দিল্লিতে অমিত শাহ ও বিজেপি’র শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাপ-আলোচনা-বৈঠকও হয়েছে মুকুল রায়ের। বিভিন্ন সংবাদমাধ্যমে এখবর সম্প্রচার ও প্রকাশিত হয়েছে।
তারপরেও তাকে কেন্দ্রে কোনও মন্ত্রীত্ব না দেওয়ায় বিরোধীরা অনেকেই এ নিয়ে উপহাসও করেছে। তারা অনেকেই বলেছেন, “মকুলকে সামনে রেখে দল গোছাচ্ছে বিজেপি। আসলে তাকে কোনও বড় পদই দেবেনা বিজেপি, শুধু লোভ দেখিয়েই যাবে।”
তবে আমরা আমাদের এই সংবাদমাধ্যমে জানিয়েছিলাম, মন্ত্রিত্বের থেকেও বড় পদ পেতে চলেছেন মুকুল রায়। তখন অনেকেই আমাদের খবরটি বিশ্বাসযোগ্য বলে মানতে চাননি। এমনকি মেইন স্ট্রিম-এর কিছু মিডিয়াও মুকুল রায়ের উচ্চপদ পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিল। শেষপর্যন্ত আমাদের খবরের সত্যতাই প্রমাণিত হলো। শনিবার (২৬ সেপেম্বর) মন্ত্রিত্বের থেকেও অনেক বড় পদে মনোনীত হয়ে বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি হলেন মুকুল রায়।