নিজস্ব প্রতিনিধি,অয়ন বাংলা, মুর্শিদাবাদ: নবগ্রাম থানার অন্তর্গত মেহেদিপুর সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের উপরে লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী ,গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।শেষ পাওয়া খবরে জানা যায়, হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এই দুর্ঘটনায় মৃত ইন্দ্রজিৎ মন্ডল(৩০) পেশায় কলেজ শিক্ষক এবং রূম্পা বৈরাগী(২৮) পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে কর্মরত।ইন্দ্রজিৎ সকালে রুম্পাকে তাঁর কর্মস্থলে পৌঁছে দিতে গিয়েই এই দুর্ঘটনার শিকার বলে জানা যায় ।অপরদিকে,বহরমপুর থানার অন্তর্গত চুঁয়াপুর মোড়ে ৩৪ নং জাতীয় সড়কের উপর লরির ধাক্কায় মৃত্যু হয়।সুরজিৎ হালদারের(৩০)।জানা যায়,ভাকুড়ির দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা লরির ধাক্কায় মারে ঘটনাস্থলে মৃত্যু হয়।