অনুষ্ঠিত হলো ৩৬৬তম পূর্বাভাস সাহিত্য আড্ডা নিমগ্রাম-বেলুড়ীতে
নিজস্ব প্রতিনিধি,অয়ন বাংলা, মুর্শিদাবাদ; যখন সারা দেশে ভোটের দাবদাহ, উষ্ণতা শিখরে, রাজনৈতিক হানাহানি পাশবিকতা ছুঁই ছুঁই ঠিক তখনই কবি এস.কে.এম মিজানুর রহমান আহ্বান জানালেন কবি সাহিত্যিকদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক সংগঠন কে ডেকে আড্ডা দেওয়ার। আজ এই সাম্প্রতিক ঘটনা অবলম্বের দিকে নজর দিতে গেলে দেখা যায় যে, এই রকম অনুষ্ঠান খুব জরুরী কিন্তু কদাচিৎ সঙ্ঘটিত। তারই দাবানলে অনুষ্ঠিত হয়ে গেল ৩৬৬তম পূর্বাভাস সাহিত্য আড্ডা মুর্শিদাবাদের বিশিষ্ট গ্রাম নিমগ্রাম বেলুড়ী তে, উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আবুল কালাম সম্পাদক পূর্বাভাস সাহিত্য পত্রিকা, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি কবি সিরাজুল ইসলাম, সভাপতি অনুশীলন সাহিত্য পত্রিকা; ছিলেন কবি বরুণ মণ্ডল, যুগ্ম সম্পাদক অনুশীলন সাহিত্য পত্রিকা; সাগরদিঘির নিমাই দত্ত, কবি সালাউদ্দিন, কবি মতিউর রহমান, সম্পাদক অয়ন সাহিত্য পত্রিকা; অশিম কুমার মণ্ডল, শিক্ষক সুবল দাস, বাউল গানের গায়ক অখিল মণ্ডল, রুপালি চ্যাটার্জি, লক্ষী রায় চৌধুরি, কবি জয় কুমার ধারা, বিশিষ্ট নেতাজী গবেষক বাদল সূত্রধর, জিয়াউল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন কবি এস.কে.এম মিজানুর রহমান তারপর অনুষ্ঠিত হতে থাকে স্বরচিত কবিতা পাঠ । সকলের কবিতা পাঠের মধ্যে দিয়ে জমে ওঠে আজকের সাহিত্য আড্ডা যেন, একঝাঁক কবি সাহিত্যিকের চাঁদের হাট। শেষে আড্ডাধিপত রূপালী চ্যাটার্জি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।