মুর্শিদাবাদের ভগবানগোলায় সর্ব্বদলীয়ভাবে CAA ও NRC এর বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশ

Spread the love

মুর্শিদাবাদের ভগবানগোলায় সব্বদর্লীয়ভাবে CAA ও NRC এর বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশ

নিজস্ব সংনাদদসতা ,অয়ন বাংলা:- ভগবানগোলায় নাগরিক অস্তিত্ব রক্ষা কমিটির ডাকে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক,মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এর সমর্থনে CAA ও NRC এর বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় হল সভায় ভাষণ দিতে গিয়ে জাতীয় কংগ্রেসের যুব সম্পাদক মোঃ আতিক হোসেন বলেন আজকের সভা ভারতবর্ষের সংবিধান ও গনতন্ত্র,দেশ রক্ষা করার জনসভা, যতদিন বর্তমান বিজেপি শাসক এই আইন প্রত্যাহার না করছে আন্দোলনে আগুন সারা ভারতে জ্বলতে থাকবে প্রয়োজনে আমরা প্রাণ দিতে প্রস্তুত কিন্তু দেশের ক্ষতি কোনমতে হতে দেবো না।
মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের জেলার সাধারণ সম্পাদক মুফতি মোঃ নাজমুল হক সাহেব বলেন এদেশ হিন্দু মুসলিমের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া দেশ, আমাদের প্রীয়দেশকে নিয়ে কোনমতে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না আমরা ভগবানগোলা ব্লক থেকে আন্দোলন শুরু করলাম প্রয়োজনে সারা ভারতবর্ষজুড়ে এ আন্দোলনে ঝান্ডা বিস্তার করবো দেশের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু গণতন্ত্র দেশ এবং সংবিধানকে কোনমতেই নষ্ট হতে দিবো না তিনি আরও বলেন বর্তমান শাসক কখনো নোট বন্দি কখনো জিএসটি কখনো সি এ এ কখনো এনআরসির নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলছে এবং দেশের আর্থিক পরিকাঠামো নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছে দিয়েছে আমাদের মাতৃভূমি,সংবিধান,গণতন্ত্র কে নিয়ে ছিনিমিনি খেলতে আর কোনমতেই দেওয়া যাবে না আন্দোলন শুরু করেছি যতদিন দেহে প্রাণ থাকবে অসাংবিধানিক CAA বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজেশ সরকার সকলকে শান্তির সঙ্গে আন্দোলন করার বার্তা দেন এবং CAA ও NRC বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তিনি আশ্বাস দেন বর্তমান রাজ্য সরকার আমাদের সঙ্গে আছে অতএব সংযত ভাবে আন্দোলন চলতে থাকুক।

সভায় ভগবানগোলা থানার চতুর্দিক থেকে প্রচুর মানুষ মিছিল করতে করতে হাই স্কুল ময়দানে উপস্থিত হয় সকলের দাবি ভারতের সংবিধান বিরোধী বিল CAA প্রত্যাহার করতেই হবে।
আজকের জনসভায় প্রায় কুড়ি বাইশ হাজার মানুষ উপস্থিত হয়।


সভায় উপস্থিত ছিলেন মুফতি মোঃ নাজমুল হক, রাজেস সরকার,তারিফ মহালদার,মোঃ আরিফ হোসেন, নাগরিক অস্তিত্ব রক্ষা কমিটি সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, আব্দুল বারি, মুফতি নঈমুদ্দীন রেজভী, বিশ্বনাথ বাবী, সুনীল বাহালিয়া, ডঃ শরিফুজ্জামান কাসেমী,মাওলানা আব্দুল খাবিরসহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.