মুর্শিদাবাদ ভগবানগোলায় জমিয়তে উলামার NRC ও CAB বিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Spread the love

মুর্শিদাবাদ ভগবানগোলায় জমিয়তে উলামার NRC ও CAB বিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

আব্দুল খাবির ,অয়ন বাংলা ,মুর্শিদাবাদ:-
লোকসভা রাজ্যসভায় পাস হয়ে গিয়েছে (CAB) নাগরিকত্ব সংশোধনী বিল। সেই বিলের প্রতিবাদে ঝড় উঠেছে দেশের নানা প্রান্তে। একাধিক সংগঠন, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ অসাংবিধানিক আখ্যা দিয়ে এই বিলের প্রতিবাদ করে চলেছেন।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর প্রায় পাঁচ হাজার জমিয়ত প্রেমিক একত্রিত হয়ে মুর্শিদাবাদে ভগবানগোলায় নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাদের দাবী কোনও মতেই বিতর্কিত অসংবিধানিক এই বিল মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
যেভাবে এই বিলে মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে এবং দেশজুড়ে এনআরসি চালু করতে চেয়ে হুমকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তার তীব্র বিরোধিতা করেছেন ভগবানগোলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সহিদুল ইসলাম সাহেব, তিনি আরো সাফ জানিয়েছেন, হয় এই বিল প্রত্যাহার করা হোক, নয়তো সমস্ত দেশে গনআন্দোলন চলতে থাকবে।

ইংরেজ শক্তির থেকে তাদের শক্তি বেশি নই লক্ষ লক্ষ মুসলিম অমুসলিমের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এই শান্তিপূর্ণ দেশকে নিয়ে খেলা বন্ধ করুন।
সংগঠনের অন্যতম সদস্য আতিফ সেখ বলেন আমাদের আন্দোলন ভারতের গনতন্ত্র ও সংবিধানকে বাঁচানোর আন্দোলন,মোদি সরকার একেরপরএক সমস্যায় জনগনকে আতঙ্কিত করে দেশে অর্থনিতির সর্বোনাশ করে চলেছে এই জুলুম আর সহ্য করবোনা,
মুফতি শাহাতুল্লাহ সাহেব বলেন বিজেপি সরকার হিটলারের মতো শাসন শুরু করেছে আগামীতে এই বিল প্রত্যাহার না করলে আমরা আরো বৃহত্তম ভাবে আন্দোলনের কর্মসূচি নিবো বলে দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.