মোহাম্মদ ইনজামামউল,অয়ন বাংলা: বড়ঞা:- মু্র্শিদাবাদ জেলার বড়ঞা ব্লক তৃণমূলের পক্ষ থেকে করোনা মোকাবিলার জন্য বিচিন্ন কমসূচী নেওয়া হচ্ছে। বাড়ী বাড়ী প্রচারের পাশাপাশি ,ত্রাণ সহ স্যানিটাইজের ব্যাবস্থা করা হচ্ছে।
করোনা দমনে একাধিক প্রতিরোধ মূলক কর্মসূচির অংশ নিচ্ছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার সপ্তাহের শুরুতেই বড়োয়ার ডাকবাংলো চৌমাথায় পথচলতি মানুষ ও বিভিন্ন রাস্ট্রায়ত ও শাখা ব্যাঙ্ক, মুদি দোকান সহ বাড়ি বাড়ি গিয়ে করোনা দমনের স্যানিটাইজার স্পে করলো বড়ঞার পূর্ত কর্মাধ্যক্ষ তথা বড়ঞা ব্লক যুব তৃণমূলের সভাপতি মাহে আলম।
আজ গোটা বিশ্বে করোনা এক মহামারি আকার ধারণ করাছে।আমাদের দেশেও ক্রমশ বাড়ছে এই রকম এক পরিস্থিতিতে আমাদের সকলকেই সকলের পাশে দাড়াতে হবে।গরীর অসহায় দরিদ্রদের সেবা করতে হবে।