নিজস্ব সংবাদদাতা :- মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে “পথ শ্রী ” প্রকল্পের রাস্তা তৈরীর জন্য প্রতিদিন দিনই চলছে উদ্ভোধন ও শিলান্যস।কান্দী ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে পথশ্রী প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে চলেছেন কান্দী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় ও জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং কান্দী পৌরসভার প্রশাসক অপুর্ব সরকার ।আজ পঞ্চম, দিন , “পথ শ্রী প্রকল্প” উদ্বোধন হল মুর্শিদাবাদ জেলার, কান্দি ব্লক এর গোকর্ন 2 নং গ্রাম পঞ্চায়েত এ ।
অন্যদিকে জেলার বিভিন্ন জায়গায়” পথশ্রী ” প্রকল্পের উদ্বোধন ও চলছে। মাননীয়া #মুখ্যমন্ত্রী মমতা_বন্দোপ্যাধায় মহাশয়ার অনুপ্রেরণায় #পথশ্রী_অভিযান প্রকল্পের #গৌরিপুর এবং #হুকাহারা গ্ৰামের #ঢালাই_রাস্তার কাজের #শুভ_উদ্বোধন করলেন- #জলঙ্গি_বিধানসভার #বিধায়ক #আব্দুর_রাজ্জাক মহাশয়, চোয়াপাড়া গ্ৰাম পঞ্চায়েত #প্রধান তথা জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস (দক্ষিণ) #সভাপতি
#রাকিবুল_ইসলাম(#রকি) মহাশয় , জলঙ্গি গ্ৰাম পঞ্চায়েত প্রধান #মমতা_হালদার মহাশয়া, বনদপ্তর চেয়ারম্যান তথা শিক্ষক #পঙ্কজ_হালদার(#বাপ্পা) মহাশয় ।
মাননীয়া #মুখ্যমন্ত্রী #মমতা_বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় #পথশ্রী_অভিযান প্রকল্পের আজকে #রানীনগর_2 ব্লকের অন্তর্গত #মালিপাড়া #শেখপাড়া এবং #বর্ডারপাড়া তে প্রায় #5_কিলোমিটার রাস্তার #শুভ_উদ্বোধন করলেন- জলঙ্গি বিধানসভার #বিধায়ক #আব্দুর_রাজ্জাক মহাশয়, রানীনগর বিধানসভার #কো_অর্ডিনেটার মাননীয় #সৌমিক_হোসেন মহাশয় ।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের পথশ্রী প্রকল্পের অধীনে কাপাসডাঙ্গা অঞ্চলের গোপালনগরে রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক শ্রীমতি শাওনী সিংহ রায় মহাশয়া ।