জৈদুল সেখ,অয়ন বাংলা, জীবন্তি কান্দী:
কান্দির জীবন্তি মহলন্দী রাস্তায় অনিয়ন্ত্রিত ট্রাফিক এর অভিযোগ দীর্ঘদিনের, তারিই উদাহরণ লক্ষীনারায়ণ পুরের মাধ্যমিক পরীক্ষার্থী সালমা খাতুন (১৬) কে এই পৃথিবী থেকে চলে যেতে হলো।বিকেল তিনটের সময় লক্ষীনারায়ণ পুর গ্রামের বাসিন্দা উদয়চাঁদপুর হাইস্কুলের শিক্ষার্থী সালমা খাতুন জীবন্তি থেকে বাজার করে সাইকেলে করে বাড়ি ফিরছিল, একটি লড়ি কান্দী থেকে বহরমপুরের দিকে বেপরোয়া ভাবে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সালমার উপর দিয়ে তার পরে গাছে গিয়ে ধাক্কা মারে।উত্তেজিত জনতা ধাওয়া করলে ড্রাইভার পালিয়ে যায়। পরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
প্রায় ঘন্টা দুয়েক অবরোধ চলার পর কান্দী থানার পুলিশ এসে নিয়ন্ত্রণে নিয়ে আসে