মুর্শিদাবাদ জেলার ডোমকল মহাকুমা জমিয়তে উলামায়ে হিন্দের আহবানে প্রতিবাদ মিছিল।
আব্দুল খাবির,অয়ন বাংলা,মুর্শিদাবাদ:-
গত কয়েকদিন আগে হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা রেড্ডি একজন দেশের ডাক্তার হয়েও তাকে ধর্ষিতা হতে হয়েছে তারপর তাকে বস্তায় ভরে নির্মমভাবে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে হত্যা করা হয়েছে,
এটা দেশের জন্য অত্যন্ত নিন্দনীয় বিশেষ করে জমিয়ত উলামা হিন্দ সংগঠনের পক্ষ হইতে জেলা জমিয়তে সাধারণ সম্পাদক মুফতি মোঃ নাজমুল হক সাহেবের নেতৃত্বে সমস্ত ভারতবাসীকে একটা বার্তা দিতে চাই আগামীতে প্রিয়ঙ্কা রেড্ডীর মত আর কাওকে যেন ধর্ষিতা হতে না হয় এর জন্য গর্জে উঠুন। তিনি আরো বলেন যারা ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছে তাদের ভারতবর্ষের আদালতে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি।
সর্বোপরি আমাদের ভারতের একজন নারীকে হারিয়েছি, নারী মানে দেশের সম্পদ,নারী না হলে ভারতবর্ষের প্রজন্ম আগামীতে ব্যর্থ হবে আমাদের, মানবতা চরমভাবে অপমানিত হবে এই উদ্দেশ্যে আমাদের প্রতিবাদী মিছিল।
এই মিছিল প্রায় তিন হাজার জমিয়ত সমর্থক উপস্থিত হয় এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন অবিলম্বে নারী সুরক্ষা বিল নিয়ে এসে আগামী কয়েক মাসের মধ্যে চার্জ সিট বানিয়ে ফাঁসির শাস্তির ঘোষণা করা হোক
আজকের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ডোমকল মহাকুমা সম্পাদক মৌঃ মোজাফফর খান,মুফতি জাহিদুল,মাওলানা তহিদুল ইসলাম,মুক্তার হোসেন,আসিরুদ্দিন সদরুল ইসলাম,মাওলানা সালাউদ্দিন খন্দকার, ওমর ফারুক,মুফতি সিরাজুল ইসলাম,হাফেজ জাহাঙ্গীর,মেহেরুল ইসলাম মইনুল হক সহ বহু জমিয়ত প্রমিকগন।