মুর্শিদাবাদ জমিয়তে উলামা হিন্দ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলায় শহীদদের জন্য শোকাহত
আব্দুল খাবির,অয়ন বাংলা,মুর্শিদাবাদ:-নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলায় ৪৯ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। এঘটনায় সারাবিশ্বে বইছে সমালোচনা ও নিন্দার ঝড়।
শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় মুসল্লিদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব ।
‘প্রার্থনার সময় মানুষকে আক্রমণ করা অত্যন্ত বেদনাদায়ক এবং নিউজিল্যান্ডে যে গুলির ঘটনা ঘটেছে তার কঠোর নিন্দা করেছে মুর্শিদাবাদ জমিয়ত।
হতাহত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি তাদের আন্তরিক সমবেদনা। নিউজিল্যান্ড এবং বিশ্ব এবং তিনি বলেন আমরা মুর্শিদাবাদ জমিয়ত প্রেমিকগন মুসলিম জনগোষ্ঠীর মতোই আজ শোকাহত।’ আরো বলেন, ‘ভয়ঙ্কর এ হামলার ঘটনায় নিউজিল্যান্ডের জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।’
দেশের পক্ষে আমি মুসলিম-বিশ্ব ও
নিউজিল্যান্ডের জনগণের প্রতি শোক জানাই, যারা কিনা অত্যন্ত নিন্দনীয় এ কাণ্ডের শিকার হয়েছেন। (এটি) মাথাচাড়া দিয়ে ওঠা বর্ণবাদ ও ইসলাম-বিদ্বেষেরই সর্বশেষ নজির।’