জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্যস্তরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরে
আব্দুল খাবির, অয়ন বাংলা,
মুর্শিদাবাদ :-আজকের সভার শুরুতেই কোরআন তেলাওয়াত ও জমিয়তের তারানার মাধ্যমে সভার শুভারম্ভ হয়,
সভায় বক্তব্য দিতে গিয়ে মুর্শিদাবাদ জমিয়ত উলামার সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হক সাহেব বলেন এই সভার মূল উদ্দেশ্য হলো জমিয়তে উলামার 100 বছরপূর্তি উপলক্ষে দেওবন্দের মাটিতে এক বিশাল জনসভা হতে চলেছে তা সফল করা আমাদের মূল লক্ষ্য, রাজ্য জমিয়তের সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী জমিয়তের নিয়ম নীতি একের পর এক ভঙ্গ করে চলেছেন তাই মাহমুদ মাদানী সাহেবের নেতৃত্বে জমিয়ত জমিয়তের নিয়মে যেন চলে এই প্রয়াস আমরা করছি করে যাব,
আর কেন্দ্রীয় জমিয়তের নেতৃত্বে 2019 সালে 23 শে মার্চ থেকে 2 রা এপ্রিল পর্যন্ত যে দ্বীনি তালিমের অভিযান শুরু হতে চলেছে আমরাও জুম্মার খুতবার বক্তব্য এবং সেমিনারে মাধ্যমে তা চালিয়ে যাব,আগামী দিনে আমাদের মুর্শিদাবাদ জেলায় জমিয়তের সদস্য সংখ্যা চার লক্ষ থেকে বাড়িয়ে 10 লক্ষ করার প্রচেষ্টা নেব ইনশাল্লাহ।
এছাড়াও তিনি বলেন ভারতবর্ষে রক্তপাতহীন নির্বাচন হোক এ প্রচেষ্টায় সর্ব রকমের সহযোগিতা প্রচার-প্রসার করে যাব এবং নিউজিল্যান্ডের দুই মসজিদে হামলার ঘটনায় আমরা বাকরুদ্ধ স্তব্ধ শোকাহত এই ঘটনা শুধু নিউজিল্যান্ড নয় সমগ্র বিশ্বের জন্য অশনি সংকেত বটে জাতপাত এর অংশ নয় সন্ত্রাসীদের বাছাই করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আরজি জানানোর পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা করেন।
মুফতি আনসার আলম বলেন “জমিয়তের জন্য 37 বছর ধরে পাগলের মতো ছুটে বেড়িয়েছি আমাদের লড়াই ইসলাম কে প্রতিষ্ঠা ও প্রচার প্রসার করা, কিন্তু চৌধুরী সাহেব আমাদের কে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছেন কেন্দ্রীয় জমিয়ত কে ভাগ করার মূল নায়ক এই চৌধুরী সাহেব আমাদের কাছে তার কেন্দ্রীয় জমিয়তের ছাপানো ডায়েরী আছে একটা জিনিস জেনে রাখুন হাকিকাত কোনদিন লুকিয়ে রাখা যায় না ।”সেই ডাইরিতে মাহমুদ মাদানি সাহেব বলেন যে দিকে জনগণ বেশি হয় তাদেরকে বাগি বলা যায় না।
অতএব মুর্শিদাবাদ জেলা বাগি নয় কারণ; মুর্শিদাবাদে হাজার হাজার জমিয়ত প্রেমিক মুফতি নাজমুল হক সাহেবের নেতৃত্বে জমিয়তের পাশে আছে।
ইসলাম কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অনুমতি দেননি কেন্দ্রীয় জমিয়ত ভাগ করার কুচক্রান্ত এবং মাহমুদ মাদানি ও তাঁর চাচা আরসাদ মাদানী মধ্যে সম্পর্ক খারাপ করেছেন এই চৌধুরী বিভিন্ন জেলার জেলা জমিয়ত নেতৃত্ব ও রাজনৈতিকভাবে বিভিন্ন জেলা ও বিশেষ করে মঙ্গলকোট ব্লক সভাপতির সঙ্গে সম্পর্ক খারাপ করেেন এই চৌধুরী।
আব্দুল্লাহ সাহেব বক্তব্য দিতে গিয়ে বলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী “জমিয়ত নীতির বিরুদ্ধে কাজ করছে তার নৈরাজ্য মেনে নিচ্ছি না এবং জমিয়তকে বর্তমানে ইজরায়েলি জমিয়তে পরিণত করে ফেলেছেন মুফতি নাজমুল হক এর নামে ফৌজদারি কেস করেছে সে মুর্শিদাবাদ জমিয়ত অফিসের চাবি কাড়তে এসে প্রশাষনিক ভাবে ব্যার্থ হয়েছে।”
সভা শেষের পূর্বে মুর্শিদাবাদের প্রায় বারোশ ও রাজ্যের দশটি জেলার প্রায় তিনশ জন প্রতিনিধি ও জমিয়ত প্রেমিক হাত উঠিয়ে শপথ করেন রাজ্যকে হিংসা মুক্ত শান্তি প্রিয় করার জন্য সর্ব রকমের চেষ্টা করবো ইনশাআল্লাহ।
অতঃপর নিউজিল্যান্ডের মুসল্লীদেরকে নির্মমভাবে হত্যা করার জন্য মৌন মিছিল ও ও তাদের আত্মার শান্তি কামনা করে সারা বিশ্বের মানুষের সার্বিক মঙ্গলের প্রার্থনা করে সভা শেষ করেন।
শেয়ার করুন