ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন -এর মুর্শিদাবাদ শাখার সাংগঠনিক সভা:
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর,মুর্শিদাবাদ:-
আজ ১৭ ই ফেব্রুয়ারী প: বঙ্গ মাদ্রাসা বোর্ডের হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল স্তরের পরীক্ষা সমাপ্ত হওয়ার পর বিকাল ৩:৩০ মিনিটে ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’ (WBTMTA) -এর মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে বহরমপুরের রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের রাজ্য সভাপতি, উত্তর ২৪ পরগণা জেলার জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ, এ কে এম ফারহাদের নির্দেশে সাম্প্রতিক রাজ্য বাজেটে মাননীয়া মূখ্যমন্ত্রীর জনমোহিনী বাজেট পেশের জন্য এবং রাজ্যের সংখ্যালঘুদের জন্য বাজেটে উদারভাবে হাত বাড়িয়ে দেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাতে এবং আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, এম এস কে, এস এস কে, আনএডেড মাদ্রাসাগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীগন এই সভায় আসন্ন নির্বাচনে রাজ্যের মানবিক মূখ্যমন্ত্রী মাননীয়া মূখ্যমন্ত্রীর হাতকে শক্ত করার অঙ্গীকার বদ্ধ হতে এই সভার আয়োজন করা হয়।
প: বঙ্গের মাদ্রাসা শিক্ষকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’ (WBTMTA) সারাবছর ধরে রাজ্যের সকল মানুষের প্রিয় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী দিনের সুযোগ্য নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধায়, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুব্রত বক্সি এবং সর্বোপরি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের নির্ভরযোগ্য নেতৃত্ব, কলকাতা কর্পোরেশনের মহানাগরিক এবং WBTMTA -এর পৃষ্ঠপোষক জনাব ফিরহাদ হাকিমের নির্দেশ মতো এই সংগঠন নানা ধরণের ছাত্র-শিক্ষক স্বার্থ সম্পন্ন ও জনমুখি কর্মকান্ড পরিচালনা করে থাকে। রাজ্যে অন্য যে সমস্ত শিক্ষক সংগঠন শিক্ষক নিয়োগ, ট্রান্সফার ইত্যাদিকে সামনে রেখে কোটি কোটি টাকা তুলছে এবং শিক্ষক-শিক্ষিকাদের বিভ্রান্ত করছে WBTMTA তার তীব্র বিরোধিতা করে। সরকারের নানা দপ্তরে দাবী-দাওয়া পেশের মাধ্যমে WBTMTA নীরবে কাজ করে যাচ্ছে। রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের নানা দাবী-দাওয়া, এম এস কে, আন-এডেড মাদ্রাসার শিক্ষকদের নানা সমস্যা সমাধানে সক্রিয় সংগঠনের রাজ্য সভাপতি এ কে এম ফারহাদ রাজ্যের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের মাধ্যমে সরাসরি মাননীয়া মূখ্যমন্ত্রীর কাছে বিষয়গুলি উপস্থাপন করার ক্ষেত্রে যে সদর্থক ভুমিকা তা এই সভার মাধ্যমে শিক্ষকদের অবহিত করা হয়। ১. মাদ্রাসা সার্ভিস কমিশনের স্বচ্ছতা বজায় রাখা ২. মাদ্রাসা শিক্ষকদের দ্রুত বদলি ৩. স্বচ্ছভাবে নতুন শিক্ষক নিয়োগ ৪. গ্রুপ ডি কর্মী নিয়োগ ৫. এম এস কে ও আন-এডেড মাদ্রাসাগুলির সমস্যা সমাধান, ৭. মাদ্রাসাগুলির আই সি টি শিক্ষকদের বেতন সমস্যা ৮. আন-এডেড মাদ্রাসাগুলির পরিকাঠামো বৃদ্ধি, মিড ডে মিল -এর ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সংগঠন নীরবে যে কাজ করে চলেছে সেগুলি দ্রুত কার্যকরী সমাধানের জন্য জেলা থেকে রাজ্য সভাপতিকে হস্তক্ষেপ করার অনুরোধ জানানো হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন WBTMTA মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান ও মাদ্রাসা বোর্ড সদস্য মহ: আনসার আলি সাহেব, সভাপতি মনিরুদ্দিন খান, রাফিনা ইয়াসমিন, দেবতোষ বিশ্বাস, জেলার অপর বোর্ড মেম্বার আমিনুল ইসলাম, আলবিরুনী মামুন, মুস্তাফিজুর রহমান, জামিরুল ইসলাম, মুজিবর রহমান, মোবিন হোসেন, ইসমতারা বেগম, ইয়াদুল হক চৌধুরী, হান্নান আলি, শরিফুল ইসলাম, ফুলসাদ সেখ এবং আরও শতাধিক শিক্ষক-শিক্ষিকা।