মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার মিলন মেলা ২০২৪

Spread the love

মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার মিলন মেলা ২০২৪

 

হাসান সেখ বহরমপুর ২১শে জানুয়ারী রবিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর কালেক্টরেট ক্লাব এ অনুষ্ঠিত হয়ে গেল বেতার শ্রোতাদের এক মিলনমেলা। বেতার শ্রোতা পরিবারের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক শ্রোতা মিলনমেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় শতাধিক বেতারপ্রেমী শ্রোতাবন্ধু ,কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সাংবাদিক,ঘোষক-ঘোষিকা এবং বেতার সংগঠন এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে “বেতার ভুবন” নামে একটি বেতার বিষয়ক পত্রিকার তৃতীয় সংখ্যা প্রকাশিত হয়। “বেতার ভুবন” পত্রিকায় প্রায় দেড় শতাধিক বেতার বিষয়ক লেখা, কবিতা, গল্প, শুভেচ্ছা বার্তা প্রকাশিত হয়। মিলন মেলায় বেতার বিষয়ক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। আকাশবাণী ছাড়াও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বেতার যেমন রেডিও ফ্রান্স ইন্টারনাশানাল ,ভয়েস অফ আমেরিকা , ভয়েস অফ ভিয়েতনাম , ভয়েস অফ মঙ্গোলিয়া , চাইনা রেডিও ইন্টারনাশানাল , রেডিও ভেরিতাস এশিয়া , রেডিও তেহরান , রেডিও জাপান , রেডিও শ্রিলাঙ্কা (আহ্বান ) , ট্রান্স ওয়ার্ল্ড রেডিও ইন্ডিয়া, রেডিও তাইওয়ান ইন্টারনাশানাল , রেডিও প্রাগ প্রভৃতি বেতারের অনুষ্ঠানসূচী , স্টিকার, পেনেণ্ট , ক্যালেন্ডার , সুভেনীর ইত্যাদি ও রেডিওর প্রদর্শন করা হয়। বেতার বিষয়ক এই প্রদর্শনীটি বেতারপ্রেমী শ্রোতাবন্ধু দের ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে ।
মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সদস্য সদস্যা্ কুহেলি বিশ্বাস, মনিরা বেগম, কাশিনাথ মণ্ডল এর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুস্থানে উপস্থিত ছিলেন এনাউন্সার ঋত্বিক সরকার,সাদাতুন নাজনিন, মধুমিতা সাহা, পাপিয়া ধর শেবেন্দু পাল প্রমুখ। অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন বিশিষ্ট লেখক ধ্রুব নারায়ণ রায়, কুনাল কান্তি দে, দিলিপ কুমার মণ্ডল , সর্বেশ্বর পাল, ডঃ দিপঙ্কর রায়। ছিলেন আব্দুল হাদি, বিশ্বনাথ মণ্ডল মিল্টন চক্রবর্তী, মো: স্বরূপ চাঁদ সেখ, কাশিনাথ মণ্ডল, রফিকুল মণ্ডল , বাবুরাম মণ্ডল, আরিফ হোসেন ,সুব্রত দাস , নজরুল ইসলাম, আমিনুল হক সরকার ,সহদেব পাল সহ অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ ।


মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে প্রবীণ বেতার শ্রোতা কুনাল কান্তি দে মহাশয় কে বেতার সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ মণ্ডল , কাশিনাথ মণ্ডল , আরিফ হোসেন শ্রোতাবন্ধুদেরকে স্বেচ্ছায় বেতারের বিভিন্ন অনুষ্ঠান রেকর্ডিং করে সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেতার অনুষ্ঠান রেকরডিস্ট সম্মান জানানো হয় । মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে শ্রোতাদের মধ্যে সার্ভে ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট কবি ও আইনজ্ঞ তানজিলাল সিদ্দিকি (বীরভূম ), মিল্টন চক্রবর্তী, বাবুরাম মণ্ডল, কাশিনাথ মণ্ডল। বেতার বিষয়ক কুইজ অনুষ্ঠান সঞ্চালনা করেন আকাশবানী মুর্শিদাবাদের এনাউন্সার সাদাতুন নাজনিন।
সকলের আন্তরিক প্রচেষ্টায় মিলনমেলা সার্থক হয়ে ওঠে।


বেতার শোনার প্রতি মানুষ কে উৎসাহিত করা , আধুনিক যুগেও বেতারের গুরুত্ব সম্পর্কে জানানো সংগঠনের মূল লক্ষ্য । বেতার শুনুন , বেতারকে ভালোবাসুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.