*কেরালায় নিখোঁজ মুর্শিদাবাদের শ্রমিক, মুখ্যমন্ত্রীর কাছে আর্জি পরিবারের*
পরিবারের সাথে দেখা করলেন সাংসদ খলিলুর রহমান
সাহিন হোসেন, সাগরদিঘি :-বাংলার শ্রমিকরা কাজে যান কেরালা, চেন্নাইয়ে। মুর্শিদাবাদের বেশ কিছু শ্রমিক কিছুদিন আগে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন কেরালার কাননুর জেলায়।সেরকমই এই কাননুর জেলায় শ্রমিকের কাজে গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির চড় মথুরাপুরের বাসিন্দা অসিকুল ইসলাম। তার বাড়ির লোক যেটা জানিয়েছেন 28/06/2021 দুপুর 2.00 মিনিটে ও বলেছিল যে আমার মোবাইল ফোন দোকানে দেয়া আছে তো আমি ফোন আনতে যাচ্ছি। ও কাজ করছিল কুত্তব জনকশন এ। পোস্ট ইরুককুর । থানা ঈরুক্কুর। জেলা কান্নুর। সে কিন্তু মোবাইলের দোকান পৌঁছায়নি। ওর ফোন দোকানে ছিল। কাজের সাইট থেকে দোকানের দূরত্ব মাত্র 200 মিটার। এর মধ্যে কিছু একটা হয়েছে।
মুশিদাবাদ জেলার সাগরদিঘির কাবিলপুরের বাসিন্দা অসিকুল ইসলাম । কেরালায় কাজ করতে যাই । কেরালার কান্নুর জেলায় কাজ করত অসিকুল নামে ঐ যুবক ।
গত 28/06/2021 দুপুর 2.00 টায় মোবাইল দোকানে যাওয়ার নাম করে বেরিয়ে যায় তাঁর পর থেকে নিঁখোজ । ও কাজ করছিল কেরালার কান্নুর জেলার কুত্তব জনকশন এ।
থানায় নিঁখোজ ডায়েরী করা হয়েছে হয়েছে 29/06/21।
পুলিশ CCTV ফুটেজ দেখে দ্রুত ব্যাবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে পরিবার ।
পাশাপাশি পরিবারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছে ।