নিউজ ডেস্ক:- মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়ার বিরুদ্ধে হাইর্কোটে একটি মামলা দায়ের করেন অর্জুন সিংহ। ,এই নিয়ে শুরু হয় বাল বিতন্ডা । এবার এর বিরুদ্ধে সরব হলেন আর এস এসের শাখা সংঘটণ । কিছুদিন আগে মসজিদ থেকে মাইকে আজান দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। এর প্রেক্ষিতে এবার ব্যারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে পালটা মামলা করার হুমকি দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ । শুধু তাই এই বিষয়ে তারা আরএসএস ও বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানাবে বলেও সংগঠনের তরফে জানানো হয়েছে।
শুক্রবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেন পশ্চিমবঙ্গে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্বপ্রাপ্ত নেতা আলি আফজল চাঁদ। তিনি বলেন, ‘এখন খুব কঠিন সময় চলছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সব ধর্মের সমস্ত জাতীয়তাবাদী মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করছি আমরা। তার মধ্যে দলের সঙ্গে কোনও আলোচনা না করেই অর্জুন সিং কীভাবে এই মামলা করলেন তা আমাদের বোধগম্য হচ্ছে না।
শুক্রবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেন পশ্চিমবঙ্গে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্বপ্রাপ্ত নেতা আলি আফজল চাঁদ। তিনি বলেন, ‘এখন খুব কঠিন সময় চলছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সব ধর্মের সমস্ত জাতীয়তাবাদী মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করছি আমরা। তার মধ্যে দলের সঙ্গে কোনও আলোচনা না করেই অর্জুন সিং কীভাবে এই মামলা করলেন তা আমাদের বোধগম্য হচ্ছে না। কোনও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে এভাবে সরাসরি মামলা করতে পারেন না কোনও সাংসদ। তা জানা সত্ত্বেও উনি এই মামলা করেছেন। অবিলম্বে যদি তিনি এই মামলা প্রত্যাহার না করেন তাহলে আমরা ওনার নামে পালটা মামলা করব। সেই সঙ্গে এই বিষয়ে সংঘ ও বিজেপির নেতৃত্বের কাছেও অভিযোগ জানাব।’
এই নিয়ে জোর আলোচনা এখন রাজ্যে ।
সৌজন্য :- সংবাদ প্রতিদিন