অয়ন বাংলা,নিউজ ডেস্ক:-: ক্রমশ বাড়ছে বিজেপিতে সংখ্যালঘু সদস্যা, টার্গেট এক কোটির। লক্ষ্যপূরণে খাতায় কলমে বিজেপির দাবি ইতিমধ্যেই ৮০ লক্ষের বেশি সদস্য সংগ্রহ করে ফেলেছে তাঁরা। ঠিক তারপরেই আসল চমকটা দিল বিজেপি। এই ৮০ লক্ষ সদস্যের মধ্যে ৪ লক্ষ সংখ্যালঘু সদস্য। আর এই পরিসংখ্যান রীতিমতো চিন্তায় ফেলেছে রাজ্যের শাসকদল তৃণমূলকে।
জন্মকাল থেকেই বিজেপির সঙ্গে দোষ লেগে রয়েছে বিজেপি হিন্দু প্রধানদল। দলের শীর্ষ নেতারা এই দাগ যতই ধুয়ে ফেলার চেষ্টা করুক, তা যায়নি আজও। সঙ্গে আরএসএস ও একাধিক হিন্দু সংগঠনের বিজেপির উপর কতৃত্ব ফলানোয় এঁটুলির মতো সে দাগ এঁটে বসেছে আরও বেশি করে। তবে রাজ্যে নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ যে ভালোমতো প্রভাব ফেলেছে তার প্রমাণ মিলল ৪ লক্ষের এই পরিসংখ্যানে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সদস্যতা অভিযানের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত রাজ্যে যেখানে ২ লক্ষ সংখ্যালঘু সদস্য হয়েছিল বিজেপির। অল্প কিছু দিনের মধ্যেই একধাক্কায় তা বেড়ে হয়েছে ৪ লক্ষ। এমনটাই জানিয়েছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হাসান।
উল্লেখ্য, রাজ্যে ৩০ শতাংশেরও বেশি সংখ্যালঘু ভোট। আর এই সংখ্যাটা নিজেদের দিকে আনতে বাংলার শাসকদল সর্বদাই এই সংখ্যার দিকে দেয় বাড়তি নজর। তবে সেই বাড়তি নজরের জন্যই রাজ্য বিজেপি বঙ্গের শাসকদল তৃণমূলের বিরুদ্দ্যহে তুলেছে তোষণের অভিযোগ। এদিকে বিজেপির পক্ষে বাংলা দখলের জন্য এই সংখ্যালঘু ভোটের গুরুত্ব অসীম। ফলে লোকসভাতে সংখ্যালঘুর আশীর্বাদ সেভাবে না পেলেও একুশের বিধানসভায় সংখ্যালঘু ভোটে বাক্স ভরাতে মরিয়া দিলীপ মুকুল বাহিনী।