যোগী সরকারের আবাস যোজনায় ৬ লক্ষ ঘরের মধ্যে মাত্র ১০ টি ঘর পেয়েছেন মুসলিমরা: চাঞ্চল্যকর অভিযোগ ওয়েইসির
ওয়েব ডেস্ক:- আবাস যোজনায় ৬ লক্ষ ঘরের মধ্যে ১০ টি পেয়েছেন মুসলিমরা! নজিরবিহীন পক্ষপাতিত্বের অভিযোগ সামনে আনলেন আসাদুদ্দিন ওয়াইসি। উত্তরপ্রদেশ রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের দৈন্যদশার ছবি তুলে ধরেছেন আসাদুদ্দিন ওয়াইসি। মুসলমান সম্প্রদায়ের প্রতি বিমাতৃসুলভ আচরন এবং অনুন্নয়নের জন্যে তিনি কাঠগড়ায় তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছেন হায়দ্রাবাদের সাংসদ। আর উত্তরপ্রদেশ সফর সেরেই যোগীর বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরনের অভিযোগ তুলেছেন মুসলমানদের প্রতি। ওয়াইসি অভিযোগ করেছেন, আবাস যোজনায় ৬ লক্ষ ঘরের মধ্যে ১০ টি পেয়েছেন মুসলিমরা! তাঁর কথায়, “২০১৭-১৮ সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সমগ্র রাজ্যে ছয় লক্ষ বাড়ি নির্মিত হয়েছিল। যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মাত্র ১০টি ঘর পেয়েছে ।