কোচবিহার জেলায় পথচলা শুরু করল এন জি ও ফোরাম অরণ্য সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে

Spread the love

কোচবিহার জেলায় পথচলা শুরু করল NGO FORUM

অয়ন বাংলা ,নিজস্ব সংবাদদাতা,
কোচবিহার:-
অরণ্য সপ্তাহ উদযাপনের মধ্যে আজ অরণ্য সপ্তাহের তৃতীয় দিনে এন জি ও ফোরাম পথ চলা শুরু করল কোচবিহার জেলায়।

কোচবিহারের হাজারপাড়া, নতুন বাজার এলাকার দোকানদার, পথচলতি সাধারণ মানুষদের মধ্যে বৃক্ষ রোপণ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও চারাগাছ বিতরণের মধ্যে দিয়ে। আজকের দিনটি পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NGOFORUM এর সম্পাদক তাপস হোড়, কোচবিহার জেলা কো-অর্ডিনেটর অনিন্দিতা ধর, সদস্য পারিজাত সরকার, শান্তনু আচার্যী প্রমুখ।


এন জি ও ফোরাম এর কোচবিহার জেলা কো-অর্ডিনেটর অনিন্দিতা ধর জানান “অরণ্য সপ্তাহ উপলক্ষে ১৪ থেকে ২০ ই জুলাই বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ ও চারা গাছ বিতরণ এর কর্মসূচী গ্রহন করা হয়েছে, আপনারা সকলে মিলে আসুন ও বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ গ্রহণ করুন ও চারা গাছ গুলোকে যত্ন নিয়ে বৃক্ষে পরিণত করুন। বিনীত ভাবে
NGO FORUM এর পক্ষ থেকে আবেদন করা হয় ,
আসুন সকলে মিলে গাছ লাগাই ও গাছ গুলো যত্ন সহকারে বড় করে তুলি।

মানুষের সাথে মানুষের পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.