অয়ন বাংলা,ডেস্ক:রাজ্য সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে ফণী সাইক্লোনের আগাম সতর্কতার জন্যে নানাবিধ প্রচার শুরু করেছে নির্বাহী আধিকারিকরা।সতর্কতা নির্দেশ পৌঁছেছে ব্লক কৃষি দপ্তর গুলিতেও।বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সরকারের এই সাইক্লোনের বিজ্ঞাপন শুনে বিভিন্ন এলাকায় কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষীরা তীব্র দাবাদহে চাষের কাজে হাত লাগানো শ্রমিক না পেয়ে বোরো ধান,আমন ও শ্যামশ্রী বিভিন্ন রকমের ধান ঘরে তুলতে তাই পরিবারের ছেলেদের সাথে মহিলা সদস্যরা ধান কাটতে নেমে পড়েছে।কেউ আবার বেশী সময় মাঠে থেকে ধান কেটে খামারে তুলতে তাড়াহুড়ো করছে। নদীয়ার চাপড়া ব্লকের হাতিশালা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার চাষি ধান চাষ করেন।কারোর পাঁচ বিঘা কারোর দুই বিঘা কারোর বা এক বিঘা জমির ধান চাষ।ফলে সারা বছরের খোরাকি হিসাবে এ’ধান ও সব্জি খুবই গুরুত্বপূর্ণ।