নিউজ ডেস্ক :- কৃষি আইন নিয়ে দেশজুড়ে কৃষকদের বিক্ষোভ অব্যাহত৷ তবে সরকারের তরফে আলোচনার সমস্ত রাস্তা খোলা আছে বলে জানান কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর৷ তা সত্ত্বেও এবার বিজেপির সঙ্গ ছাড়ার হুমকি শরিকের গলায়। এর আগে রাজস্থানের আরএলপি, পাঞ্জাবের অকালি দল সঙ্গ ত্যাগ করেছে বিজেপির। এই পরিস্থিতিতে এবার জোট ছাড়ার হুমকি হরিয়ানার উপমুখ্যমন্ত্রী তথা জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালার।
এদিন এই বিষয়ে চৌতালা বলেন, ‘এমএমপি-র বিষয়টি সুনিশ্চিত না করলে আমরা জোট ছাড়তে বাধ্য হব। আমি যতক্ষণ উপমুখ্যমন্ত্রী পদে রয়েছি, কৃষকদের হিতে কাজ করে যাব। যেদিন দেখব, তা আর করতে পারছি না। সেদিনই আমি পদত্যাগ করব। মনোহরলাল খট্টর সরকার এমএসপি সুরক্ষিত করতে না পারলে আমি ইস্তফা দেব।’
এদিকে এমএসপি নিয়ে হরিয়ানায় বিজেপির শরিক জেজেপি বেসুরো গাইতে শুরু করতেই পরিস্থিতির উপর নজর রাখতে শুরু করে কংগ্রেস। এই প্রেক্ষিতে কংগ্রেস আশা করছে যে আপনা আপনি বিজেপির সরকারের পতন হবে। বর্তমানে ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বিজেপির দখলে রয়েছে ৪০টি আসন, জেজেপির ঝুলিতে আছে ১০।