- নাকা চেকিং এ ইলেকসন কমিশনের একুশ লাখ টাকা সিজ
অয়ন বাংলা,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং ,কিছুদিন আগে কান্দী এলাকার জিবন্তীতে উদ্বার হল টাকা। আজ আবার ভোটের মুখে নাকা চেকিং সময় লালগোলা পি ডব্লিউ ডি মোড় থেকে এস এসটি টিমের একটি যাত্রীবাহী গাড়ি থেকে উদ্ধার হয় ২১ লক্ষ্য ৩৫ হাজার টাকা।http://https://youtu.be/sBb-K14cbBY
সূত্রে খবর জিয়াগঞ্জ বাসিন্দা প্রীতি কুমার দাসের গাড়িতে করে টাকা নিয়ে আসছিল চেকিং এর সময় গাড়ির ডিকি থেকে টাকাগুলি উদ্ধার হয়। পুলিশ টাকাগুলি কে বাজেয়াপ্ত করেছে। কি কারনে এই টাকা নিয়ে যাচ্ছিল তার তদন্ত শুরু পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।