নরেন্দ্র দামোদর দাস মোদী পাচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহী সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব জায়েদ’

Spread the love

অয়ন বাংলা ,আর্ন্তজাতিক ডেস্ক:- কাশ্মীর ইস্যু,তালাক বিল পাশ,এন আর সি চক্রান্ত ,এর পরেও বিদেশে মুসলিম প্রধান দেশ থেকেব নরেন্দ্র দামোদর দাস মোদির মুকুটে এক সব্বোচ্চ সম্মানের পালক উঠতে চলেছে। নরেন্দ্র মোদীর বিদেশ সফরে বিরাম নেই। একই সঙ্গে প্রধানমন্ত্রীর মুকুটে একের পর এক বিরল সম্মানও আসাও কম হচ্ছে না। সূত্রের খবর, খুব শিগগিরি সংযুক্ত আরব আমিরশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরের মাঝেই তাঁর হাতে তুলে দেওয়া হবে আরবের শ্রেষ্ঠ ও সর্বোচ্চ সম্মান। যা পরিচিত ‘অর্ডার অব জায়েদ’ নামে। এই বিরল সম্মানেই ভূষিত করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

আগামী ২৩ অগস্ট সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবির উদ্দেশে রওনা দেবেন নরেন্দ্র মোদী। রবিবার বিদেশমন্ত্রকের তরফ থেকে প্রধানমন্ত্রীর আমিরশাহী ও বাহরিন সফরের কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, এই সফরের মাধ্যমে ভারত ও আরবের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক, পরিবেশরক্ষা, ও বিশ্বের অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করা হবে। নানা কারণে নরেন্দ্র মোদীর এই সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সংযুক্ত আরব আমিরশাহীর অন্যতম স্রষ্টা শেখ জায়েদ বিন সুলতান আল নাহয়ানের নামে ‘অর্ডার অফ জায়েদ’ পুরস্কার দেওয়া হয়। শেখ জায়েদ বিন সুলতান আল নাহয়ানের জন্মশতবর্ষ উপলক্ষে মোদীকে এই সম্মান দেওয়া হবে বলে খবর।

প্রসঙ্গত, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বাহরিনে পা রাখবেন নরেন্দ্র মোদী। সেখানে দু’দিন তিনি থাকবেনও। প্রধানমন্ত্রী এই সফরে আবুধাবিতে ক্রাউন প্রিন্স শেখ মহম্মদ বিন জায়েদ অল নাহানের সঙ্গেও কথা বলবেন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা উন্নতির স্বার্থে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সমুদ্রপথে বাণিজ্যের প্রসার ও দ্বিপাক্ষিক সম্পর্কেরও উন্নতি সাধন নিয়েও একপ্রস্থ আলোচনা হবে দুই শীর্ষ নেতার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.