বিশ্ব শান্তি সূচকে ভারতের স্থান চার ধাপ নামল , প্রমাণিত হল মোদির জমানায় অশান্তি বেড়েছে
অয়ন বাংলা নিউজ ,নিউজ ডেস্ক:- বেকারত্বের হার বৃদ্ধি,উন্নয়নের সূচক স্তব্ধ। বিশ্বের অনেক সমীক্ষাতেই ভারতের স্থান নিম্নগামী , বিশেষ করে প্রথম পাঁচ বছরের মোদীর জমানায় , তবুও কি করে দ্বিতীয় বারের জন্য আবার ভারতের মসনদে বসলো বিজেপি সরকার এটা বিস্ময়কর ব্যাপার । তবে সাম্প্রতিক কালে বিশ্ব শান্তি সূচকে চার ধাপ নামল ভারত ।বিশ্ব শান্তি সূচকের বার্ষিক তালিকার ১৬৩টি দেশের মধ্যে এবার ১৪১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে ভারত৷ আইসল্যাণ্ড এবারও নিজেদের প্রথম স্থান ধরে রাখতে পেরেছে৷ ইন্টান্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।গ্লোবাল পিস ইনডেক্স বা জিপিআই জানাচ্ছে, দেশের অভ্যন্তরে হিংসা বাড়ছে৷ ভারতীয় সমাজে দ্বন্দ্ব, হিংসা ও অশান্তি অব্যাহত৷ এছাড়াও সীমান্ত জুড়ে রক্তপাতের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে রিপোর্ট৷
অথচ ২০০৮ সাল থেকে এই তালিকার একদম শীর্ষ স্থান ধরে রেখেছে আইসল্যাণ্ড৷ ইন্সটিটিউট ফর ইকনোমিকস অ্যাণ্ড পিস বা আইইপি জানাচ্ছে এই তথ্য৷ এর পরেই রয়েছে নিউজিল্যাণ্ড, অস্ট্রিয়া, পর্তুগাল ও ডেনমার্ক৷ প্রথম কুড়ির মধ্যে জায়গা করে নিয়েছে ভুটান৷ এই দেশকে শান্তির পথে সবথেকে বেশি পরিবর্তনশীল বলে ব্যাখ্যা করা হয়েছে৷ ১২ বছরে ৪৩ ধাপ এগিয়ে প্রথম ২০তে ঢুকে পড়েছে এই দেশ৷
১৩৬ থেকে ১৪১ নম্বর স্থানে গিয়েছে ভারত৷ দক্ষিণ এশিয়ায় পঞ্চম স্থানে রয়েছে ভারত৷ বার্ষিক রিপোর্ট বলছে ২০০৮ সাল থেকে ক্রমাগত কমছে বিশ্ব শান্তির মান৷ সর্বত্রই কিছু না কিছু অশান্তির ছোঁয়া রয়েছে৷ গত দশকের তুলনায় চলতি দশকে ৪ শতাংশ নেমেছে শান্তির হার৷ ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী, উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে ভারত, ফিলিপিনস, জাপান, বাংলাদেশ,মায়ানমার, চিন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও পাকিস্তানের৷ যেখানে সামাজিক শান্তি প্রায় বিপন্ন৷ ৮৬টি দেশ শান্তি তালিকায় উন্নতি করলেও, অবনতি হয়েছে ৭৬টি দেশের৷ আজ ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি।