‘গুজরাট দাঙ্গার দায়ও নেহেরুর’, এবার হয়ত সেটাই বলবে দিল্লি পুলিশ , দিল্লি হিংসার চার্জশিট নিয়ে খোঁচা মহুয়ার

Spread the love

নিউজ ডেস্ক:- বামপন্থী নেতাদের দিল্লি হিংসায় চার্জসীটে  নাম নিয়ে উত্তাল দিল্লির রাজনীতি ,সমালোচনার ঝড় বিরোধীদের।  দিল্লি হিংসার  ঘটনায় পুলিশের দায়ের করা চার্জশিটে নাম নেই কপিল মিশ্রদের । অথচ রয়েছে CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি , স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদবের নাম। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁদের ‘টার্গেট’ করা হয়েছে। এ প্রসঙ্গে মুখ খুলে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র । তাঁর দাবি, BJP এবার হয়তো ইতিহাস পালটে ফেলবে। দেখা যাবে গুজরাট হিংসার জন্যও কোনওদিন নেহরুকে দায়ী করে বসবে।

 

এদিকে, এই প্রসঙ্গে অন্যান্য বিরোধী দলগুলিরও বক্তব্যও একই। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, “সরকার বিরোধী যে কোনও মতকে দমন করতে গুজরাট মডেলকে কৌশল হিসেবে ব্যবহার করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০১৪ সাল থেকে শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, সাংবাদিক, সমাজকর্মী, বুদ্ধিজীবীদের কণ্ঠস্বর কঠোরভাবে দমন করা হচ্ছে। এখন বিরোধী দলের নেতাদের গায়েও দাঙ্গাকারীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “এটা নৃশংসতার চেয়েও খারাপ। আমি তাঁদের পাশে আছি। তাঁরা ক্ষমতায় থাকা জালিয়াতদের চেয়ে বড় দেশভক্ত।”

 

সৌজন্য :- সংবাদ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.