<>রাহুল রায়,অয়ন বাংলা,পূর্ব বর্ধমানঃ- আজ বর্ধমান নেহেরু যুব কেন্দ্র এর উদ্যোগে সাগ্নিক সাংস্কৃতি চক্রের ব্যাবস্থাপনায় ইউথ পার্লামেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাটোয়া ২নং ব্লকের মেঝিয়ারী উচ্চ বিদ্যালয়ে। এইদিন জল সংরক্ষণ ও বৃক্ষরোপণ উপর একটি বিশেষ সচেতন সভা হলো।উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,প্রাক্তন প্রধান শিক্ষক উদয় চাঁদ চৌধুরী,স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেঝিয়ারী শাখার ম্যানেজার অভিষেক কুমার,কাটোয়া ২নং ব্লকের যুবকল্যাণ দপ্তরের প্রতিনিধি দেবব্রত মজুমদার,সাগ্নিক সাংস্কৃতি চক্রের সভাপতি বিবেকানন্দ ব্যানার্জী,সাগ্নিক সাংস্কৃতি চক্রের সম্পাদক প্রদীপ সামন্ত। ছাত্রছাত্রীরা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সাগ্নিক সাংস্কৃতি চক্রের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।