প্রশাসনিক ভূল পদক্ষেপে বড়িশায় করোনা আক্রান্ত ব্যক্তির প্রতিবেশীরা ঘোরতর সমস্যায়
পরিমল কর্মকার (কলকাতা) : কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বড়িশায় ভুবন মোহন রায় রোডে কিছুদিন আগে এক ব্যক্তি করোনা’য় আক্রান্ত হয়ে বাড়িতেই ছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। কিন্তু ওই বাড়ির আশপাশে ব্যারিকেড না করে অন্যান্য বাড়ির কাছে ব্যারিকেড করায় ঘোরতর সমস্যায় পড়েছেন প্রতিবেশীরা। অভিযোগ, প্রশাসনিক ভূল পদক্ষেপের জন্য প্রতিবেশীদের ভুগতে হচ্ছে।
জানা গিয়েছে, বড়িশায় এক ব্যক্তির শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। এখন অবশ্য তিনি সুস্থ আছেন। তবুও সাবধানতার জন্যই বৈদ্যপাড়া স্কুলের কাছেই ভুবন মোহন রায় রোডে কয়েকটি জায়গায় প্রশাসনিক তৎপরতায় ব্যারিকেড করা হয়েছিল। এই ভুল-ভাল ব্যারিকেডের জন্য শনিবার এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।
বাসিন্দাদের অভিযোগ, যে বাড়িতে করোনা হয়েছে, সেই বাড়িটির আশপাশে কোনও ব্যারিকেড দেওয়া হয়নি। অথচ অন্যান্য বাড়ির কাছাকাছি ব্যারিকেড করা হয়েছে। এর ফলে ট্যাপকলে জল নেওয়া থেকে শুরু করে দোকান-বাজার করাও তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছে বলে অভিযোগ।
অন্যদিকে, যে বাড়ির করোনা’য় আক্রান্ত ব্যক্তিকে নিয়ে প্রতিবেশীদের সমস্যা সৃষ্টি হয়েছে, সেই বাড়ির বাসিন্দাদের অভিযোগ, পাড়া-প্রতিবেশীদের বিরুদ্ধে। তারা বলছেন, কিছুদিন আগে তাদের বাড়ির দোতলায় এক ব্যক্তি করোনা’য় আক্রান্ত হয়েছিলেন, তবে বাড়িতেই ছিলেন। এখন তিনি সুস্থ আছেন। অথচ প্রতিবেশীরা অমানবিকভাবে বাড়ির ছবি তুলছেন বলে জানান তারা।ওই বাড়ির বাসিন্দা এক যুবক সরাসরি প্রতিবেশীদের দায়ী করে বললেন, “করোনা মানুষকে মারেনা, মনুষ্যত্বকে মেরে দিচ্ছে।”