নিমগ্রাম বেলুড়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ
নিজেস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,মুর্শিদাবাদ; প্রত্যেক বছরের ন্যায় রাজ্য সরকারের নির্দেশ মতো অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ নিমগ্রাম বেলুড়ী উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীর অভিভাবকদের নিয়ে।
পরম্পরা মোতাবেক সকল অভিভাবক কে উক্ত সভায় তাদের নিজ নিজ মতামত প্রদান করার সুযোগ দেওয়া হয় । বৃষ্টি কবলিত পরিস্থিতিতে অনেকেই আসার ইচ্ছে থাকা স্বত্তেও উপস্থিত হতে পারেননি।
প্রায় দুপুর দুটো নাগাদ অনুষ্ঠানের প্রারম্ভ, শুরুতেই বক্তৃতা করেন স্কুলের প্রাক্তন ছাত্র এবং অভিভাবক মসিউর রহমান, এস.কে.এম মিজানুর রহমান, রবিউল ইসলাম, এ.কে.এম বজলুল হক, মফিদুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সদ্য নিযুক্ত প্রধান শিক্ষক অরুণাভ মণ্ডল।
বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা কে ভবিষ্যতে বাস্তবায়িত করার দৃঢ় প্রত্যয় প্রয়োগ করেন প্রায় সকল বক্তা। বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কার্যক্রম কে আরও সহজ ও হাতে কলমে শিক্ষা দেওয়ার উপর জোর দিয়ে এস.কে.এম মিজানুর রহমান বলেন “ল্যাবরেটরি তে প্রাথমিক জ্ঞান দিতে বিভিন্ন পদ্ধতি প্রক্রিয়া ও বিক্রিয়া গুলোর উপর জোর দিতে যাতে, এই বিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে গিয়ে ছাত্র ছাত্রীরা হেউ প্রতিপন্ন না হয়” এছাড়াও রাজ্যের বিভিন্ন উন্নত বিদ্যালয়ের মতো নিজেস্ব ওয়েবসাইট তৈরির ওও প্রস্তাব রাখেন সঙ্গে আবাসিক হোস্টেল কে পূণাঙ্গ রূপ প্রদান করার উপরেও জোর দেন।
প্রায় সকলের বক্তৃতা শেষে মাননীয় প্রধান শিক্ষক অরুণাভ মণ্ডল মহাশয়ের বক্তৃতার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়