নীতীশ কুমারকে লক্ষ্য করে ছোঁড়া হল পিঁয়াজ ভোটের দিনেই, অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক:- বিহারের ভোটে যেন নীতিশ কুমার কে প্রায়শই অপমানিত হতে হচ্ছে । চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তাঁকে একাধিকবার লাঞ্চিত হতে হয়েছে। কখনও তাঁর হেলিকপ্টার লক্ষ্য করে ছোঁড়া হয়েছে জুতো, কখনও তাঁর সভায় দাঁড়িয়ে দেওয়া হয়েছে ‘লালু জিন্দাবাদ’ স্লোগান, আবার কখনও তাঁকে লক্ষ্য করে দেওয়া হয়েছে ‘নীতীশ কুমার গো ব্যাক’ স্লোগান। এবার এক্কেবারে ভোটের দিনই নতুন করে লাঞ্চিত হতে হল বিহারের মুখ্যমন্ত্রীকে। ভরা সভায় তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হল পচা পিঁয়াজ। রাজ্যে মদের কারবার রুখতে ব্যর্থতার প্রতিবাদে কয়েকজন যুবক এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার বিহারের দ্বিতীয় দফার ভোটের দিনই তৃতীয় দফার নির্বাচনের জন্য বিহারের মধুবনীতে একটি জনসভা করেন নীতীশ। সেই জনসভায় বিহারের মুখ্যমন্ত্রী যেই বেকারত্ব ইস্যুতে বলা শুরু করলেন, তখনই দর্শকদের মধ্যে থেকে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে পিঁয়াজ ছুঁড়তে থাকেন। কয়েক মুহূর্তের মধ্যেই অবশ্য নীতীশের নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে খুঁজে পাকড়াও করেন। কিন্তু ততক্ষণে বিরক্ত হয়ে গিয়েছেন নীতীশ। অভিমানের সুরে তিনি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিলেন,”ওঁকে ছেড়ে দিন। যত খুশি ছুঁড়ুক।” এর পর ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে নীতীশ বলেন, ‘আপনার যত খুশি ছুঁড়তে পারেন।’ ততক্ষণে ওই যুবকও বলা শুরু করেছেন,”রাজ্যে এখনও খোলাখুলি মদ বিক্রি চলছে। আপনি কিচ্ছু আটকাতে পারেননি।” সংবাদসংস্থা এএনআই এই ভিডিওটি টুইট করেছেন।
#Correction: Onions pelted during Chief Minister Nitish Kumar's election rally in Madhubani's Harlakhi.#BiharPolls pic.twitter.com/0NwXZ3WIfm
— ANI (@ANI) November 3, 2020
উল্লেখ্য, প্রতিষ্ঠান বিরোধী একটা বিহারের ভোটে কাজ করছে।