বিজেপির ঐতিহাসিক জয়ের পরেও পূর্ণমন্ত্রী পেল না বাংলায়
অয়ন বাংলা ডেস্ক: লোকসভা নির্বাচনে বিজেপি সারা দেশ থেকে প্রায় একছত্র জয়লাভ করেছে বিজেপি। ২০১৪র ভোটে বাংলায় মাত্র দুটি আসনে জিতেছিল বিজেপি। অনেকে মনে করেছিলেন, গোড়া থেকেই বুঝি তাঁদের মধ্যে একজনকে মন্ত্রী করবেন নরেন্দ্র নরেন্দ্র মোদী। কিন্তু হতাশ হয়েই ফিরতে হয়েছিল বাংলাকে। এ বার লোকসভায় বাংলায় বিজেপি-র ভোট সাফল্য অপ্রত্যাশিত। ঐতিহাসিক বললেও হয়তো কম বলা হয়। ২ থেকে বাড়িয়ে পশ্চিমবঙ্গে ১৮ টি আসনে জিতেছে বিজেপি। কিন্তু এ বারও শপথ গ্রহণে কিছুটা ব্রাত্যই রইল বাংলা।
মোদী মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী পেল না বাংলা। এবারেও প্রতিমন্ত্রী হিসেবেই শপথ নিলেন বাবুল সুপ্রিয়। নতুন মুখ দেবশ্রী চৌধুরীও শপথ নিলেন প্রতিমন্ত্রী হিসেবে। এদিন প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন মোট ২৪ জন। তার মধ্যে বাংলার কেউ নেই। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩৩ জন। বাবুল সুপ্রিয়কে আগের লোকসভা নির্বাচনেও প্রতিমন্ত্রীই রাখা হয়েছিল। এবারও তা বদলালো না।