মনোনয়নের পেশের সময় কেন্দ্রীয় বাহিণী মোতায়েন নয় এমনটাই জানালো নির্বাচন কমিশন

Spread the love

নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-মনােনয়ন পেশের সময় কেন্দ্রীয় বাহিনী মােতায়েন নয় । এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এমনই সিদ্ধান্ত নিতে চলেছে উল্লেখ্য , পঞ্চায়েত নির্বাচনের সময় মনােনয়ন পেশের দিনগুলােতে অশান্তির অভিযােগ ওঠে । বহু ক্ষেত্রে বিরােধী প্রার্থীদের অভিযােগ ছিল যে , তাদের মনােনয়ন জমা দিতে দেওয়া হয়নি । কিন্তু লােকসভা নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হবে না । এমনটাই মনে করছে কমিশন । কমিশন সূত্রে খবর , লােকসভা নির্বাচনে মনােনয়ন পেশের সময় এর আগে কখনওই সেভাবে কোন অশান্তি হয়নি । এমনকি বাধা দেওয়ারও অভিযােগ ওঠেনি । তাই কমিশন এবারও মনােনয়নের সময় বাহিনী মােতায়েন করতে চাইছে না ।

 

উল্লেখ্য , আজই প্রথম দফা ভোটের জন্য নোটিফিকেশন জারি হয়েছে।প্রথম দফার ভােট ১১ এপ্রিল৷ সেদিন ২টি কেন্দ্রে ভােটগ্রহণ এ রাজ্যে । ভােটগ্রহণ হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে । প্রথম দফার ভােটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের মনােনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হল ২৫ মার্চ । স্ক্রটিনি ২৬ মার্চ ,মনােনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ । সব মিলিয়ে রাজ্যে ভোটের দামামা পুরোদমে শুরু হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.