টানা তিন মাস মেয়ে জন্মায়নি উত্তরা খন্ডের এক জেলায়।
নিউজ ডেস্ক :- এ এক আজব ঘটনা টানা তিন মাস মেয়ে জন্মায়নি উত্তরা খন্ডের এক জেলায়। এই নিয়ে টনক নড়েছে জেলা প্রশাসন থেকে রাজ্য সরকারের । তাহলে মেয়ে ভ্রুণ কি ব্যাপক হারে হত্যা করা হচ্ছে .উঠছে ।
এত ঢাক ঢোল পিটিয়ে চলছে নরেন্দ্র মোদির বেটি বাঁচাও, বেটি পড়া কর্মসূচি। তার মধ্যেই বিজেপি শাসিত উত্তরাখণ্ড উত্তরকাশী জেলা ফের উঠে এল এক ভয়াবহ একটি পরিসংখ্যান। এই জেলার ১০২টি গ্রামে গত তিন মাসে ২১৬ ট শিশুর জন্ম হয়েছে। এরা সকলেই ছেলে, মেয়ের সংখ্যা শূন্য। টনক নড়েছে জেলা প্রশাসনের। বিধায়ক থেকে আশা কর্মী, সবাইকে নিয়ে বৈঠক হচ্ছে। সমাজকর্মীরা বলছেন , এই পরিসংখ্যানে স্পষ্ট কি মেয়ে ভ্রুণ হত্যা চলছে এই এলাকায়। এই ভাবে চলতে থাকলে এক ভয়াবহ পুরুষ সংকট দেখা দিবে।