এনডিএ জোট কি ভাঙতে চলেছে? ‘‌এনআরসি করতে দেব না’‌, মোদি–শাহকে পরিষ্কার জানাল ১০টি শরিক দল

Spread the love

ভাঙছে এনডিএ জোট?‌‌ ‘‌এনআরসি করতে দেব না’‌, মোদি–শাহকে পরিষ্কার জানাল ১০টি শরিক

নিউজ ডেস্ক:- সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি এনডিএ জোট শিবিরে যে এতবড় ফাটল ধরাবে, তা হয়ত কল্পনাই করেনি মোদি–শাহ জুটি। বিরোধীরা তো ফায়দা তুলছেই। বিজেপির একগুয়েমির জন্য এনডিএ–এর অন্দরেও কাঁপুনি ধরেছে। যে আঞ্চলিক দলগুলির ভরসা পেয়ে এতবড় সিদ্ধান্ত নিয়েছে ফেলেছে বিজেপি সরকার, এখন তাঁরাই একে একে সরে যাচ্ছে। নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ করানোর সময়ে এনডিএ–এর সব জোট শরিকের সমর্থন পেয়েছিল কেন্দ্রের মোদি সরকার। তারপরই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। সংশোধিত নাগরিকত্ব আইনের সঙ্গে এনআরসি উঠে আসে শিরোনামে। প্রতিবাদ–বিক্ষোভ দেখে অর্ধেকের বেশি জোট শরিক হাত গুটিয়ে নিয়েছে ইতিমধ্যে। দেখা যাচ্ছে, এনডিএ–এর ১৩টি জোট শরিকের মধ্যে ১০টি শরিক দলই জানিয়ে দিয়েছে, তাদের রাজ্যে এনআরসি চালু করা হবে না। আবার এই জোট শরিকরাই সংসদে কেন্দ্রকে নাগরিকত্ব বিল পাশ করাতে সাহায্য করেছে। জনতা দলের নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়ে দিয়েছেন, তাঁর রাজ্যে এনআরসি চালু করবেন না তিনি। পাঞ্জাবের অকালি দল বিজেপির বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলেছে। অকালি দলের রাজ্যসভার সাংসদ নরেশ গুজরাল জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের রাখার আগে জোট শরিকদের সঙ্গে কোনও পরামর্শই নাকি করেননি মোদি–শাহরা। পাশাপাশি নতুন করে বিল এনে মুসলিমদেরও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টিও জানিয়ে দিয়েছেন, তিনি এনআরসি সমর্থন করবেন না। এছাড়াও এই তালিকায় রয়েছে অসম গণপরিষদ এবং এআইএডিএমকে, ঝাড়খণ্ডের এজেএসইউ, নাগাল্যান্ডের এনপিএফ, মিজো ন্যাশনাল ফ্রন্ট, বোরোল্যান্ড পিপলস্ ফ্রন্ট, সিকিম ক্রান্তিকারি মোর্চা।

সৌজন্য :- আজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.