ওয়েবডেস্ক:: মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে ভিসাই দিল না বাংলাদেশ হাই কমিশন যারপনাই ক্ষুব্ধ মন্ত্রী। বাংলাদেশ যেতে চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা জামিয়তে উলেমায় হিন্দের শীর্ষ নেতা সিদ্দিকুল্লা চৌধুরী। কিন্তু খোদ রাজ্যের সংখ্যালঘু মন্ত্রীকেই ভিসা দিল না বাংলাদেশ হাইকমিশন। সূত্রের খবর, আগামীকালই তাঁর বাংলাদেশ যাওয়ার কথা ছিল। কিন্তু সিদ্দিকুল্লা চৌধুরীর ভিসার আবেদনই খারিজ করে দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ কনসুলেট।
জানা গিয়েছে, আগামীকাল বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি মাদ্রাসা সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভিসার আবেদন শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। এতে মারাত্মক চটে যান মন্ত্রী। কেন এই ভিসা বাতিল করা হল তা প্রাথমিকভাবে জানানো হয়নি হাই কমিশনের তরফে। তবে পরে বলা হয়, বুধবারই ভিসার আবেদন করে তা সঙ্গে সঙ্গে চেয়েছিলেন সিদ্দিকুল্লা সাহেব। তা সম্ভব হয়নি। একই সঙ্গে মন্ত্রী হিসেবে সরকারি কোনও পাসপোর্টও ছিল না তাঁর কাছে। সেহেতু সাধারণ নাগরিকদের মতোই তাঁরও আবেদন করতে হয়েছিল। আর সে ক্ষেত্রে তিন থেকে পাঁচদিন সময় লাগে অনুমোদন পেতে। সেই কারণে তিনি আর ভিসা পাননি। গোটা ঘটনায় বাংলাদেশ হাই কমিশনের ওপর যারপরনাই ক্ষিপ্ত হয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লা।