অয়ন বাংলা,ডেস্ক:বিজেপিকে ভোট দেবেন না’সুইসাইড নোটে এই কথা লিখে আত্মহত্যা করলেন হরিদ্বারের এক কৃষক। পুলিশ সূত্রে জানা গেছে, হরিদ্বারের দাড়কি গ্রামের ঈশ্বর চন্দ্র শর্মা নামের বছর(৬৫)-র এক বৃদ্ধ ভোরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। সুইসাইড নোটে তিনি লিখেছেন গত পাঁচ বছরে বিজেপি সরকার কৃষকদের শেষ করে দিয়েছে বিজেপি সরকার, বিজেপিকে আর একটিও ভোট নয় নইলে ওরা প্রত্যেককে চা বিক্রেতা করে দেবে।
কৃষক তাঁর সুইসাইড নোটে একজন নামহীন দালালের কথা উল্লেখ করেছেন, যিনি ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকার ঋণ নিতে সাহায্য করেছিলেন কৃষক- কৃষকের অভিযোগ, বর্তমানে ওই দালাল তাঁর কাছে ৪ লক্ষ টাকার দাবি করছে। নইলে ফসল বিক্রি করে কৃষক যে টাকা পেয়েছেন, কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেবেন ওই ব্যক্তি। লোন নেওয়ার সময় কৃষককে দিয়ে একটি ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নিয়েছিলেন ওই ব্যক্তি।সুইসাইড নোটটি কৃষক লিখেছেন না অন্য কেউ লিখেছেন তা পরীক্ষা করে দেখছে পুলিশ।ইতিমধ্যেই এই ঘটনাকে নিয়ে বিজেপিকে আক্রমণ করতে পথে নেমেছে কংগ্রেস। গত দু’বছরে ১৭জন কৃষক আত্মহত্যা করেছে এই রাজ্যে। কংগ্রেসের সহ সভাপতি সূর্যকান্ত দাসমানা বলেন, “নরেন্দ্র মোদী যখন কৃষকদের ক্ষতিপূরণের কথা জানিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করছেন, তখনই তাঁর ভুল নীতির জন্য একজন কৃষক আত্মহত্যা করলেন। এটা খুব দুঃখজনক।