বিজেপিকে ভোট নয়:- কলকাতায় পশ্চিমবঙ্গ কৃষক- মজুর মহাপঞ্চায়েত
নিউজ ডেস্ক :- শুক্রবার বিজেপিকে ভোট নয় এই স্লোগানে, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে ও কেন্দ্রীয় সরকারের কালাকানুন কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে, AIKSCC ‘র উদ্যোগে পশ্চিমবঙ্গ কৃষক – মজুর মহাপঞ্চায়েত কলকাতার মৌলালি রামলীলা ময়দানে।
দেশের কৃষি ব্যবস্থা কর্পোরেটের হাতে তুলে দেওয়া তিনটি কৃষি আইন বাতিল করার এবং আশু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ‘কে একটিও ভোট না দেওয়ার অনুরোধ রেখে বক্তব্য রাখলেন AIKM ‘র সাধারণ সম্পাদক রাজা রাম সিং, AIKS ‘র সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, গণআন্দোলনের কর্মী যোগেন্দ্র যাদব, মেধা পাটেকার ও কৃষক আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত আগামীকাল ১৩ মার্চ কোলকাতার মেয়োরোডে কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়তের উপস্থিতিতে এক কৃষক মহাপঞ্চায়েত হবে বলে সূত্রের খবর।