জয়নাল আবেদিন,অয়ন বাংলা,বারাসাত:- আজ উত্তর ২৪পরগনা জেলায় অনুষ্ঠিত হল আম আদমি পার্টির ২য় জেলা সম্মেলন ।
সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাসিসটেন সেক্রেটারি নাজির হোসেন সরকার ,
উপস্থিত ছিলেন হাওড়া জেলা ইনচার্জ বি কে সিং নবীন ও সোসাল মিডিয়া ইনচার্জ সালামুদ্দিন ও জয়নাল আবেদীন ।
উক্ত সভা টিকে পরিচালনা করেন আবদুল করিম,।
নাজির হোসেন সরকার আম আদমি পার্টির কর্মী দের উদ্দেশ্যে বলেন আমরা এবার সরাসরি বাংলার সবকটি নির্বাচন লড়াই করবো আজ থেকে সবাই তৈরি হও।
বি কে সিং নবীন এর উপস্থিতিতে উত্তর ২৪ পরগনা জেলার নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি হল
উত্তর ২৪ পরগনা জেলা ইনচার্জ মোঃ ইব্রাহিম
সেক্রেটারি আবদুল করিম
অ্যাসিসটেন সেক্রেটারি সুধীর সিং
ক্যাশিয়ার নবী হাসন(মিন্টু)
অ্যাসিসটেন ক্যাশিয়ার আখতার হোসেন
সোসাল মিডিয়া ইনচার্জ জয়নাল আবেদীন প্রমুখ ।