নিজস্ব সংবাদদাতা:- কংগ্রেস সভাপতি তাপস মজুমদারের নির্দেশে পি.চিদাম্বরম কে গ্রেফতারের প্রতিবাদে মিছিল। ( ২৫/০৮/২০১৯) নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গাড়ুলিয়া শহর কংগ্রেসের উদ্যোগে এবং উঃ২৪ পরগণা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদারের নির্দেশে পি.চিদাম্বরম কে গ্রেপ্তারের প্রতিবাদে এবং গতকাল রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী নেতাদের অগতান্ত্রিক ভাবে কাশ্মীরে প্রবেশ না করতে দেওয়ার প্রতিবাদে পিনকল মোড় থেকে চৌরঙ্গী পর্যন্ত প্রতিবাদ মিছিল, এবং মিছিলের শেষে চৌরঙ্গী মোড়,শ্যামনগরে পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়।
উপস্থিত ছিলেন গাড়ুলিয়া শহর কংগ্রেসের সভাপতি গৌতম দত্ত, প্রাক্তন কাউন্সিলর তাপস( বাপি) চৌধুরী,আইনজীবী নেতা নৌশাদ আলি, উত্তর বারাকপুর শহর কংগ্রেসের সভাপতি তথা পি সি সি সদস্য অশোক ভট্টাচার্য ( রাজা) সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।