মুসলিম বিদ্ধেষ মজ্জাগত, উপলব্ধি করা যাবে মুর্শিদাবাদ জেলার প্রতি বিরাগ দেখে: অধ্যাপক নুরুল ইসলাম
মুসলিম বিদ্ধেষ মজ্জাগত, উপলব্ধি করা যাবে মুর্শিদাবাদ জেলার প্রতি বিরাগ দেখে: অধ্যাপক নুরুল ইসলাম
ডিজিটাল ডেস্ক: ‘মজ্জাগত মুসলিম বিদ্ধেষ কত গভীর তা উপলব্ধি করতে পারবেন মুর্শিদাবাদ জেলার প্রতি বিরাগ দেখে’। দীর্ঘদিন আন্দোলন করেও মুর্শিদাবাদ ইউনিভার্সিটির পঠনপাঠন শুরু না হওয়ায় এই মন্তব্য করলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম। তিনি এক বিবৃতিতে মন্তব্য করেন,’যাদের পূর্ব পুরুষরা ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে ছিলেন তাদের উত্তর পুরুষরা কিভাবে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমর্থক হবে?’
অধ্যাপক নুরুল ইসলামের আরো মন্তব্য,”
তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো স্বাধীনতার পর থেকে বাংলা শাসন করছে। কিন্তু তাদের মজ্জাগত মুসলিম বিদ্ধেষ কত গভীর তা উপলব্ধি করতে পারবেন মুর্শিদাবাদ জেলার প্রতি তাদের বিরাগ দেখে। সৌভাগ্য, মুসলিম বিদ্ধেষীদের পরিকল্পিত বৈষম্যমূলক নীতি মুর্শিদাবাদ জেলার মুসলিমদেরকে অধিকতর লড়াকু ও কঠোর পরিশ্রমী করেছে। তাই, আজ জীবনের প্রতি ক্ষেত্রে তারা সাফল্যের স্বাক্ষর রাখছে।
আমরা এই নির্লজ্জ বৈষম্যের কঠোর ভাষায় নিন্দা করছি। আর জোরালো ভাষায় দাবি করছি মুর্শিদাবাদ জেলায় দ্রুত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উন্মোচন করা হোক।”