বাংলার দুঃস্থদের পাশে এবার আম আদমী পার্টি
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:- সারা দেশ জুড়ে চলছে লকডাউন। সব প্রয়োজনীয় জিনিসের দোকান বাজার খোলা রাখা হচ্ছে কিন্তু তাতেও সমস্যায় পড়তে হচ্ছে বহু মানুষকে। কারণ ভারতে বহু মানুষের পেট চলে দৈনিক রোজগারের ভিত্তিতে। দিল্লির ‘আপ’ সরকার এই সমস্ত মানুষের কথা ভেবে দৈনিক ৪ লক্ষ মানুষের মুখে দু’বেলা অন্ন তুলে দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনো সেই রকম কোনো ব্যবস্থা করে তুলতে পারেনি তবে এগিয়ে এসেছে বহু NGO, ধর্মীয় সংস্থা ও সাধারণ মানুষ। এবার সেই সমস্ত দুঃস্থ মানুষদের পাশে দেখা গেল আম আদমী পার্টি, পশ্চিমবঙ্গ শাখাকে । আজ আম আদমী পার্টি, উত্তর ২৪ পরগনার কিছু কর্মী নিজেরাই খাবার তৈরি করে উপযুক্ত মানুষের হাতে তুলে দিলো । দেখা গেল বেশকিছু মহিলাকেও। এনাদের মধ্যে ছিলেন – কেয়া বিশ্বাস, শর্মিলা দাশ কঞ্চন সাও। প্রায় ১৩ থেকে ১৫ জন মানুষের একত্রিত হওয়ার সাথে সংক্রমণের আশঙ্কা থেকে যায় – এই বিষয়ে জেলার ইনচার্জ মহঃ ইব্রাহিম জানান বাড়ির মহিলারা রান্না করেছেন তারা বেশিরভাগ সময় বাড়িতে থাকেন এছাড়া তারা হাত ধুয়ে কাজ করেছেন। যারা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন তারা খাবার দেবার আগে ও পরে হাত ধুয়ে নেন ও মাক্স ব্যবহার করেন। তিনি আরও জানান এই দুর্যোগের সময় বহু মানুষ অভুক্ত থাকছেন তাদের হাতে অন্ন তুলে দিতে সাধ্যমত চেষ্টা করছেন তারা। যদি আরও মানুষ এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আরো বেশি মানুষের কাছে তারা পৌঁছতে পারবেন।