ওয়েব ডেস্ক:- এন পি আর নোট বন্দির চেয়ে বেশী ক্ষতি করবে জনগণের বললেন রাহুল গান্ধী । নপিআর ও এনআরসি নিয়ে ফের সবর হলেও রাহুল গান্ধি।তিনি বলেন, নোটবন্দির চেয়েও ভয়ঙ্কর হবে জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) আর এনআরসি। নোটবন্দির সিদ্ধান্ত আমাদের যতটা ক্ষতি করেছে, এনপিআর এবং এনআরসি তার চেয়েও দ্বিগুণ ক্ষতিকারক।
শনিবার, আজ কংগ্রেসের ১৩৫ তম প্রতিষ্ঠা দিবস। দিল্লির কংগ্রেস দফতরে পতাকা উত্তোলন করার পর এনপিআর এবং এনআরসি নিয়ে এমন মন্তব্য করেন রাহুল।নরেন্দ্র মোদির নাম না করে রাহুল বলেন, নাগরিকত্ব প্রমাণের জন্য ওঁর ১৫জন বন্ধুকে কোনও নথিপত্রই দাখিল করতে হবে না। এনপিআর ও এনআরসি বরাদ্দ করা অর্থ ঢুকবে ওই ১৫ জনের পকেটে। আর এই আইনগুলির জন্য ভুগতে হবে দেশের গরিব মানুষদের।