নিউজ ডেস্ক: শুধুমাত্র ব্যাংক কর্তৃপক্ষের একটি নোটিশ। আর তাতেই কুপোকাত। এক মুহূর্তের মধ্যেই হুড়োহুড়ি করে ছয় কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর তুতিকোরিনের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কয়ালপাট্টিনাম শাখায়।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত ১১ জানুয়ারি ব্যাংক কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করে। যেখানে বলা হয়, এনপিআরের তথ্য যোগ হতে পারে গ্রাহকদের কেওয়াইসির সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বলা হয়, যারা সিএএ’র বিরোধীতা করছে তাদের টাকা সুরক্ষিত নয়। এমনকি শাস্তিও হতে পারে। আর তারপরেই রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ব্যাংকের সামনে ভিড় জমাতে থাকেন বহু মানুষ। সবাই নিজের নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এদিনই ওই ব্রাঞ্চের ম্যানেজার এ মারিয়াপ্পান জানান, “ইতিমধ্যেই ৬ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। সোমবার সবথেকে বেশি টাকা তোলা হয়েছে। যাঁরা টাকা তুলতে এসেছিলেন তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা।