নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,মুর্শিদাবাদ:-
এনআরসি বিরোধী সভা সাগরদিঘিতে
আজ মুর্শিদাবাদের সাগরদিঘি মিলনসভা হলে রাজ্যে এনআরসি করতে না দেওয়ার শপথ গ্রহণ করলেন কয়েকশ মানুষ। সাগরদিঘি ব্লকের প্রায় সব গ্ৰাম থেকে আসা কয়েকশ মানুষের এই সভার আয়োজন করে সলিডারিটি এগেনেষ্ট এনআরসি। আলোচনা করেন তায়েদুল ইসলাম, রাহুল চক্রবর্তী,আব্দুত তওয়াব। বক্তারা বলেন এনআরসি বাঙালি জাতি, বাঙালি জাতি সত্তার বিরোধী। বিজেপি, আরএসএস বাঙালি জাতি, বাঙালি জাতি সত্তার বিরোধী। বাঙালি মুসলিম হিন্দু সবার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এই এনআরসি। আমরা কিছুতেই এনআরসি করতে দেব না। আরো বলেন এনআরসির মাধ্যমে সাধারণ মানুষকে দাস বা সস্তার শ্রমিকে পরিনত করতে চায় শিল্পপতিদের প্রাণভোমরা এই বিজেপি সরকার। বিজেপি সরকার হিন্দু মুসলমান সবাইকে অনুপ্রবেশকারী সাজাতে চায়। কৌশল হিসেবে প্রথমে হিন্দুদের মিথ্যা বলে চলেছে।
অসম তার প্রমাণ । ১৯লক্ষের মধ্যে বেশির ভাগই হিন্দু। আমাদের হিন্দু মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এনআরসি করতে না দেওয়ার জন্য লড়াই করতে হবে। অসমে এনআরসি করতে মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। এনআরসির সাথে সংশ্লিষ্ট আইনগুলো দেশবাসীর জন্য চরম ক্ষতিকর। নাগরিকত্ব সম্পর্কে সংবিধানের নির্দেশ এবং ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন ছাড়া পরবর্তী সময়ের সমস্ত আইন বাতিল করার দাবি জানান। ফরেনার্স ট্রাইব্যুনাল আইন এর সংশোধন দাবি করেন। ভোটার তালিকা, রেশন কার্ড এর মত সহজলভ্য ডকুমেন্টকে নাগরিকত্ব এর প্রমাণ হিসেবে গ্ৰহণ করার দাবি জানান। তারা আরো বলেন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনআরসির প্রথম পদক্ষেপ। আমরা এটাও করতে দেব না। সভা পরিচালনা করেন করাইয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মইনুদ্দিন । সভা শেষে সাগরদিঘি রেলওয়ে স্টেশনের কাছে একটি পথসভা হয়। সেখানেও জনগণের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সেখানে বক্তব্য রাখেন রাহুল চক্রবর্তী,তায়েদুল ইসলাম, বদরুল সেখানে।